কাগজ প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পণ, গাছের চারা রোপন, ঋণ বিতরণ, সোনালী ব্যাংকের মাধ্যমে অসহায় দুস্থ্যদের মাঝে নগদ অর্থ বিতরণ, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভাসহ ব্যাপক কর্মসুচী পালিত হয়েছে।
সদর উপজেলা সভা কক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, বঙ্গবন্ধু আমাদের বাঙ্গালী চেতনায় মিশে আছে। তাঁর একটি মাত্র নির্দেশেই সেদিন বাংলার কৃষক,শ্রমিক, জনতা, ছাত্র,যুব, মহিলা আবাল, বৃদ্ধ বনিতা মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন সার্বভৌম করে। মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তানী শাসক গোষ্টিরা ষড়যন্ত্রের নকশা পরিবর্তন করেছিল। তাঁরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে টার্গেট করে এই পরিবারটিকে নির্মুল করতে পারলে বাঙ্গালী জাতি আর কোন দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই টাগেটে তারা নিজেরা না করে এ দেশীয় মাটি-পানি বাতাসে বেড়ে উঠা সামরিক শক্তিকে কাজে লাগিয়ে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট রাজধানী ঢাকা ৩২ নং বাড়ীতে এক রক্তের বন্যা বইয়ে দেয়া হয়। মসজিদে মুয়াজ্জিন যখন ‘আস সালাতুল খাইরুম মিনানইি’ ধ্বণিতে আকাশ বাতাসে মসজিদে মুসুল্লীদের আহবান জানাচ্ছিলেন ঠিক তখন ভোরের আলো বেরিয়ে আসার আগেই ভারি ভারি ট্যাংক, গোলাবারুদ নিয়ে বঙ্গবন্ধুর বাড়ীতে হামলা চালিয়ে বুলেটের আঘাতে বঙ্গবন্ধুসহ তার ছোট্র ছেলে রাসেল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছাসহ সকলকে নৃশংসভাবে হত্যা করে। এই নির্মম হত্যাকান্ডের মধ্যদিয়ে বাঙ্গালীর ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় রচিত হয়। তিনি বলেন, আজও বঙ্গবন্ধুর খুনীরা স্বরব। অবিলম্বে বঙ্গবন্ধুর খুনীদের ধরে এনে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, সদর সহকারী কমিশনার (ভুমি) মুয়াহিমুল আল জিহান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগ নেতা ব্যারিষ্টার গৌরব চাকী, বাসস জেলা প্রতিনিধি নুর আলম দুলাল প্রমুখ। আলোচনা সভা শেষে তিনি যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি দপ্তরের উদ্যোগে ঋণ বিতরণ এবং সোনালী ব্যাংকের উদ্যোগে করোনকালে অসহায়, দুস্থ্য প্রায় ৪০জনের মধ্যে নগদ ২ হাজার করে টাকা বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে তিনি উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর পর তিনি উপজেলা প্রশাসন চত্বরে গাছের চারা রোপন, মাক্স বিতরণ করেন। এর পর তিনি তথ্য আপ’র উদ্যোগে এক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ ছাড়াও আতাউর রহমান আতা সদর উপজেলার জিয়ারুখী ইউনিয়ন, কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড, ১৮ নং ওয়ার্ডসহ প্রায় ৩০টি পয়েন্টে তিনি শোক দিবস, খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
Leave a Reply