কাগজ প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষ্কর্য্যে পুষ্পার্ঘ অর্পণ, গাছের চারা রোপন ও বঙ্গবন্ধুর আদর্শ-চেতনা নিয়ে ভার্চুয়ালী আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসুচী পালিত হয়েছে।
সকাল ৮টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাষ্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় পুলিশ সুপার মো. খাইরুল আলম, পুলিশ সুপার পিবিআই, স্থানীয় সরকার দপ্তরের উপ-সচিব মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা, আইসিটি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন,অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী, বে-সরকারী, শায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর পর গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সওজ, এলজিইডি, জেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা প্রকৌশল, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা সিভিল সার্জন, জেলা কারাগার, সমাজ সেবা, যুব উন্নয়ন, র্যাব, বিজিবি, ফায়ার সার্র্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগসহ মুক্তিযোদ্ধা সংগঠন, জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, ব্যাংক, বীমা, এনজিও প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর মুর্যাল, ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং খাদ্য বিতরণ কর্মসুচী পালন করে। সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় থেকে ভার্চুয়ালী সভায় বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা নিয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আজকের এ দিন আসলে জাতির জন্য একটি কলঙ্কময় দিন হিসেবে পরিগণিত হয়। বঙ্গবন্ধুর নির্দেশেই সেদিন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আজকে আমরা একটি স্বাধীন উন্নত বাংলাদেশের নাগরিক হতে পেরেছি এটা শুধু তাঁর জন্যই সম্ভব হয়েছে। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর স্বপ্ন-আদর্শকে নিঃশেষ করা যায়নি। বঙ্গবন্ধুর দেশ গড়ার স্বপ্ন, আদর্শ আজও বেঁচে আছে। এর আগে তিনি মুজিবর্ষের কর্মসুচী হিসেবে কালেক্টরেট চত্বরে গাছের চারা রোপন করেন।
Leave a Reply