কাগজ প্রতিবেদক ॥ বন্যা, ক্ষরা, করোনা, ডেঙ্গুসহ নানা দুর্যোগে, দুঃসময়ে খাদ্য, ওষুধ, বস্ত্র, আর্থিক সহায়তা নিয়ে অসহায়, বিপদ গ্রস্থ্য মানুষের পাশে দাঁড়ানোসহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এশিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ফিদেল কাস্ত্রো অ্যাওয়ার্ড প্রদান করেন।
এ উপলক্ষ্যে ১৩ আগস্ট বিকেলে রাজধানী ঢাকা সেগুন বাগিচায় এশিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এশিয়ান ফাউন্ডেশনের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সামসুল হক টুকু। ‘হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সদর উপজেলা চেয়ারম্যান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ফিদেল কাস্ত্রো অ্যাওয়ার্ড প্রদান করেন। সংম্বর্ধিত অতিথি আতাউর রহমান আতা বলেন, হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এ বিষয়’র উপর আলোচনা এত অল্প সময়ে, এত অল্পপরিসরে করা যাবে না। এ বিষয়ে একটি পাঁচশত পৃষ্টার বই’র সমান আলোচনা করেও শেষ করা যাবে না। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির একজন অবিসংবাদিত নেতা তাঁর জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চোখে দেখতে পেতাম না। আজকে আমাকে যে বিষয়ের উপর অ্যাওয়ার্ড প্রদান করছে এটা আমার না এটা আমার সদর উপজেলার সকল মানুষের। কুষ্টিয়া পৌর এলাকার ২১টি ওয়ার্ড, সদর উপজেলার সকল ইউনিয়নের মানুষের ভালোবাসা, সহযোগীতা না পেলে এ অ্যাওয়ার্ড অর্জন সম্ভব হতো না। তিনি এ ধরণের অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।
Leave a Reply