কাগজ প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলা ও পৌরসভার মধ্যে ৩৬টি ইউনিটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল, শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, খাদ্য বিতরণসহ নানা কর্মসুচী সুষ্ঠুভাবে পালন করার জন্য ইউনিট প্রধান, সমন্বয়কারী, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় নেতা কর্মিদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ-চেতনাকে জাগ্রত করতে কলো কাপড়ের উপর রক্ত মাখা বঙ্গবন্ধুর ছবি, সাদা অক্ষরে লেখা সম্বলিত শোক দিবসের ব্যাচ’র উদ্ধোধন করেন। গতকাল সন্ধায় এ উপলক্ষ্যে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির বাসভবনে দলীয় নেতা কর্মিদের মাঝে তিনি নিজ হাতে এ ব্যাচ পরিয়ে দিয়ে ব্যাচের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ সময় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ, ব্যারিষ্টর গৌরব চাকী, শহর ছাত্রলীগ নেতা সর্দ্দার পাভেল, স্বপনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply