আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে ৫০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে তালেবান যোদ্ধারা।
শুক্রবার লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে ঢুকে পড়ার মধ্য দিয়ে তারা কাবুলের আরও কাছে চলে এল।
তালেবানের পুল-ই-আলমে ঢুকে পড়ার খবর বিবিসি-কে নিশ্চিত করে জানিয়েছেন প্রাদেশিক পরিষদের দুই সদস্য।
কাবুলের সঙ্গে লোগারের সীমান্ত আছে। তাছাড়া, পুল-ই-আলম থেকে সরাসরি কাবুলের দিকে চলে যাওয়া একটি সড়কও আছে।
তালেবান যোদ্ধারা নগরীর পুলিশ সদরদপ্তর দখলে নিয়েছে। সেখানে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছে বিবিসি।
ওদিকে, কান্দাহার প্রদেশ এবং রাজধানী কাবুলের মধ্যকার উরুজগান প্রদেশেরও পতন হয়েছে বলে বেশ কয়েকটি খবর পাওয়া গেছে।
আফগানিস্তানে তালেবান ঝড়ের গতিতে যেভাবে একের পর এক নগরীরর দখল নিচ্ছে তাতে এরই মধ্যে এক-তৃতীয়াংশ প্রাদেশিক রাজধানী তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।
আরও অন্তত দুটো নগরী তালেবানের হাতে পতনের দ্বারপ্রান্তে রয়েছে। তালেবান যে গতিতে এগুচ্ছে তাতে যে কোনও সময় রাজধানী কাবুলের পতন ঘটতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
কাবুলের পতনের আশঙ্কায় আতঙ্কিত যুক্তরাষ্ট্র সেখানকার মার্কিন দূতাবাসের বেশিরভাগ কূটনীতিক এবং মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে এরই মধ্যে ৩০০০ সেনা পাঠাতে শুরু করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে কাবুলে আপাতত দূতাবাস বন্ধ করে দিচ্ছে ডেনমার্ক এবং নরওয়েও। এ দেশ দুটিও তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে বলে শুক্রবার জানিয়েছে।
ফিনল্যান্ড আপাতত কাবুলে তাদের দূতাবাস খোলা রাখলেও বিশেষ ফ্লাইটে করে ফিনল্যান্ড, ইইউ ও এর মিত্রদের হয়ে কাজ করা অন্তত ১৩০ জন আফগানকে সরিয়ে নিয়ে যাচ্ছে।
Leave a Reply