আলমডাঙ্গা প্রতিনিধি ॥ যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রুপান্তর,ইউনবি’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সকলের প্রিয় মুখ আরিফুল ইসলাম ডালিম করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।তার অকাল মৃত্যুতে আলমডাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক মর্মাহত, ব্যাথিত ও শোকাহত।তার এই অকাল মৃত্যুতে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক খ,হামিদুল ইসলাম,সহ সভাপতি আতিয়ার রহমান, আনোয়ার হোসেন,জামসিদুল হক মুনি,ইউনুস আলী মনন্ডল,শেখ শফিউজ্জামান, মৌঃ আবুল কাশেম,যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, রুনু খন্দকার,খন্দকার কাইরুজ্জামান মামুন,সৈয়দ সাজেদুল হক,আব্দুর রাজ্জাক,শাহাবুল হক,গোলাম সরোয়ার,তানভীর সোহেল,অনিক সাইফুল,খন্দকার আব্দুল মান্নান,সোহাগ খান,নাহিদ, প্রমুখ।আজ আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে তার আত্বার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
Leave a Reply