ভেড়ামারা প্রতিনিধি ॥ ঠিকাদার শেষে সরকারী মালামাল চুরি করে রাতে আঁধারে পার করে আসছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুত বিভাগের কতিথ সেলিম ঠিকাদার। তিনি দীর্ঘদিন থেকে এ অপকর্ম করে আসলেও কোন এক অজ্ঞাত কারণে ধরা পড়েননি। অবশেষে গতকাল ভেড়ামারা থানা পুলিশ এক অভিযান চালিয়ে লালন শাহ সেতুর উপর থেকে চোরাইকৃত মালামালসহ সেলিম ঠিকাদারের দুই সহযোগীকে আটক করেছে। ‘ এ যেন চোরের দশদিন আর গৃহস্থ্যের একদিন’ প্রবাদ বাক্যের বাস্তব রুপ হলো।
গতকাল মঙ্গলবার দুপুরে ১২ মাইল-লালনশাহ সেতু সড়কের মাঝামাঝি হাইওয়ে রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে চোরাইকৃত মাল সহ গাড়ির চালক জাহাঙ্গীর ও হেলপার পিয়ার আলী কে আটক করা হয়। আটককৃতরা কুষ্টিয়া সদর থানাধীন বারখাদা এলাকার বাসিন্দা। আটক গাড়ির চালক জাহাঙ্গীর জানায়, সেলিম নামের জনৈক এক ঠিকাদার পাচারের উদ্দেশ্য এই পোল গুলি তাদের কে দিয়েছে। পোল চুরির ঘটনায় কুষ্টিয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী বিশুদ্ধ সাহা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী পল্লী বিদ্যুতের সাব ঠিকাদার সেলিম কে মামলায় জড়ানোর বিষয়ে তিনি এড়িয়ে যান। তবে কুষ্টিয়ার কেমকো প্রতিষ্ঠানের অধীনে সেলিম নামের একজন সাব ঠিকাদার আছে। তিনি আরো বলেন, এজাহারে আটককৃত ২ জনসহ অজ্ঞাতনামা ১ জন থাকতে পারে আবার সেলিমকেও এজাহার নামীয় করা হতে পারে। মিরপুর থানার ওসি (তদন্ত ) শুভ্র প্রকাশ জানিয়েছেন, পল্লী বিদ্যুত অফিস থেকে পোল চুরির ঘটনায় মামলা রুজু করতে থানায় এসেছে। এজাহার পেলেই থানায় মামলা রেকর্ড করা হবে।
Leave a Reply