কাগজ প্রতিবেদক ॥ করোনা পরিস্থিতিতে সম্মুখ সারির সংবাদকর্মী চিত্র সাংবাদিকদের মধ্যে সুরক্ষা সামগ্রি বিতরণ করেছে টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশন (টিসিএ) বাংলাদেশ -এর কুষ্টিয়া জেলা শাখা। শনিবার সংগঠনটির সদস্যদের মধ্যে করোনাকালীন সম্মানসূচক সহযোগিতার অংশ হিসাবে এই কার্যক্রমে অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবু মনি জুবায়ের রিপন। উপস্থিত ছিলেন টিসিএ কুষ্টিয়া’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি নিয়ামুল হক এবং খায়রুল ইসলাম সম্রাটসহ অন্যান্য সদস্যরা। এসময় সহকর্মীদের হাতে সীমিত সংখ্যক মাস্ক, ফেসশিল্ড ও স্যানিটাইজার তুলে দেন তারা। কুষ্টিয়ার দৌলতপুরের সন্তান প্রকৌশলী সাকীল খান ব্যক্তিগত উদ্যোগে নিজ এলাকার সংবাদকর্মীদের সম্মানসূচক সুরক্ষা সামগ্রি পৌঁছে দেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি সুরক্ষা সামগ্রি পৌঁছে দেন টেলিভিশন ক্যামেরা পার্সনদের সংগঠন টিসিএ কুষ্টিয়ায়। এর আগে দৌলতপুরের সর্বস্তরের সংবাদকর্মীদের মাঝে করোনা পরিস্থিতিতে সম্মুখ ভাগে কাজের সম্মানসূচক সুরক্ষা সামগ্রি পৌঁছে দেন প্রকৌশলী সাকীল খান। টিসিএ কুষ্টিয়া’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের ঝুকিপূর্ণ জায়গা থেকে কাজ করতে হচ্ছে, এমতাবস্থায় মানুষের ভালোবাসা আমাদের কাজে উৎসাহ জোগায়, শক্তি জোগায়। করোনা পরিস্থিতিতে কুষ্টিয়ায় বিভিন্ন টেলিভিশনের হয়ে সম্মুখভাগে কাজ করছেন অন্তত ২৫ ক্যামেরা পার্সন। গণমানুষের তথ্যসেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছেন করোনা সংক্রমণে ঝুকিপূর্ণ বিভিন্ন এলাকায়।
Leave a Reply