আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় কুমার নদে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।গতকাল ৭ আগষ্ট বেলা সাড়ে ১১ টার দিকে কুমার নদের ক্যানেলের ধারে প্রাতিষ্টানিক বিল,নার্সারিতে উৎপাদিত পোনা মাছ অবমুক্ত করন সভায় উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস অবমুক্ত করেন,উপজেলা সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবির বাদশা।তিনি বলেন উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করে আমরা মাছের উৎপাদন বৃদ্ধি করতে চাই।এই মাছ প্রকৃত মৎস চাষিদের আয় বৃদ্ধিতে সহাযক ভুমিকা রাখবে।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা মোছাঃ শাহিনা আক্তার,সম্প্রসার কর্মকর্তা আব্দুল মালেক,ক্ষেত্র সহকারি হাবিবুর রহমান,ও সোহেল।কুমার নদে মোট ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
Leave a Reply