কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহর হতে মাত্র ৫ কিলোমিটার দূরে আলামপুর ইউনিয়নের ভাদালিয়া ষ্ট্যান্ড হতে কাঞ্চনপুর বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা। সরোজমিনে দেখা যায়, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের ভাদালিয়া হতে কাঞ্চনপুর বাজারে যাতায়াতের রাস্তাটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ভাদালিয়া হতে কাঞ্চনপুর বাজার পর্যন্ত রাস্তাটির মধ্যে মাত্র কয়েক কিলোমিটার মেরামত হয়েছে।বাকি প্রায় ৫ কিঃমিঃ রাস্তায় চলার অনুপযোগী। এই রাস্তা দিয়ে প্রতিদিন দুইটি ইউনিয়নের গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করে। দীর্ঘদিন আগেই রাস্তার পিচ উঠে বড় বড় খানাখন্দ তৈরী হয়েছে। বর্ষায় পানি জমে পুকুরে পরিনত হয়। রিক্সা ভ্যান নিয়ে যাতায়াতের সময় প্রায় ঘটে দুর্ঘটনা। কৃষি জমি থেকে উৎপাদিত ফসল পরিবহন করতে সময় ও টাকা দুটোই বেশী লাগে। এতে করে কৃষক আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া যানবাহন চলাচলের সময়ও সমস্যায় পড়তে হয় চালকদের। স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের চলাচল করতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এছাড়া মাঠের ফসল আনতেও গরু মহিষের গাড়ি গর্তে পড়ে গরু মহিষ আহত হয়। এই রাস্তায় প্রায় প্রতিদিন অটোরিকশা, ইজিবাইক, নসিমন করিম নষ্ট হয়ে রাস্তার মধ্যে পরে থাকে চলাচলের বিঘ্নিত ঘটায়। বেলঘরিয়ার বাসিন্দারা জানান, আমাদের গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ। জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয়। গ্রামের কেউ অসুস্থ হলে শহরে হাসপাতালে নিতে খুব দুর্ভোগ পোহাতে হয়। আর ডেলিভারি রোগীদের অবস্থা তো আরো করুন। কাঞ্চনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাজাহান জানান, শুনেছি রাস্তা মেরামতের জন্য জেলা পরিষদ থেকে টেন্ডার হয়েছে। ভাদালিয়া বাজার থেকে কমলাপুর পর্যন্ত রাস্তা মেরামতের কাজ দুইজন ঠিকাদার পেয়েছে। তার মধ্যে একজন কাঞ্চনপুর বাজার থেকে কমলাপুর পর্যন্ত কাজ শেষ করেছে। হয়তো অল্প দিনের মধ্যে বাকি কাজও শুরু হবে। তবে তিনি কোন কিছুতে নিশ্চিত নন। এ বিষয়ে জেলা পরিষদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলা আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেন, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ তিনি এলাকার উন্নয়ন নিয়ে যথেষ্ট সচেতন। তিনি উন্নয়ন করে যাচ্ছেন। পর্যায়ক্রমে জেলার সকল রাস্তাঘাটের উন্নয়ন হবে। জেলার কোন রাস্তা কাঁচা বা ভাঙ্গা থাকবে না।
Leave a Reply