কাগজ প্রতিবেদক ॥ আর্ত মানবতার সেবায় সব সময় কুষ্টিয়া জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে এগিয়ে এসেছে। বর্তমানে মহামারী করোনা কোভিড-১৯ মোকাবেলায় অসহায়-দুস্থ্যদের পাশে দাঁড়িয়েছেন তারা। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা কারাগারের সামনে এলাকার ও পথচলতি অসহায়-দুস্থ্য মানুষের মাঝে এক বেলার খাবার বিতরণ করেছেন। কুষ্টিয়া জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব আর্থিক সহায়তায় কুষ্টিয়া জেলা কারাগার এলাকার ও পথচলতি ১ হাজার অসহায়-দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া, জেলার এনামুল কবির, ডে-পুটি জেলার আফতাবুজ্জামান, কারা সহকারী মেহেদী হাসান, কারারক্ষী লিয়াকত আলী ও মেহেদী হাসান প্রমুখ। ইতোপূর্বে গত ৩ আগষ্ট ৬ শত এলাকার ও পথচলতি অসহায়-দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করে তাদের পাশে দাড়িয়েছেন তারা। এ সময় কুষ্টিয়ার কারাগারের কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ের নেতা জেলার এনামুল কবির বলেন, মহামারী করোনা কোভিড-১৯ সহ দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় কুষ্টিয়া জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের আর্থিক সহ সব ধরনের সার্বিক সহযোগিতা দিয়ে অসহায়-দুস্থ্য মানুষের সাহায্যে এগিয়ে এসেছে। আগামীতেও তাদের পাশে থাকবে সাহায্যের হাত বাড়িয়ে।
Leave a Reply