কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল সকালে কুষ্টিয়া জেলা প্রশাসন চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, গাছের চারা রোপন করা হয়। এর পর ভার্চুয়ালীতে শেখ কামালের স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভার সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু যেমন ছিলেন একজন খাঁটি বাঙ্গালী, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী একজন সফল রাষ্ট্রনায়ক। ঠিক তেমনিভাবে তাঁর আদর্শে, চেতনায় সমৃদ্ধ হয়ে শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ মাতৃকার টানে অবদান রেখেছিলেন। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনে, সংস্কৃতিঙ্গানেও কৃতিত্বপুর্ণ অবদান রেখেছেন। ৭৫’ ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা না হলে এ দেশ আরও এগিয়ে যেত। আমরা অনেক আগে উন্নত দেশের সারিতে অবদান রাখতে পারতাম। তিনি বলেন, শেখ কামাল একজন প্রগতিশীল, মুক্ত সংস্কৃতি মনা মানুষ ছিলেন। তাঁর এই জন্মদিনে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। এ সব অনুষ্ঠানে যুক্ত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা, আইসিটি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহনেওয়াজ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ। এর পর বাদ যোহর প্রতিটি মসজিদ এবং মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্টিত হয়।
Leave a Reply