1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:24 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

কুষ্টিয়ায় অপারেশনের অসুস্থ রোগীকে বন্ধ ক্লিনিকে রাখার অভিযোগ রয়েল ক্লিনিকের বিরুদ্ধে

  • প্রকাশিত সময় Thursday, August 5, 2021
  • 231 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক কুষ্টিয়া শহরের অর্জুন দাস আগরওয়ালা লেনের জেলা স্বাস্থ্য বিভাগের অনুমতিবিহীন রয়েল ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে অপারেশনের অসুস্থ রোগীকে নিজ ক্লিনিক থেকে পাশের একটি অব্যবহৃত বন্ধ ক্লিনিকে স্থানান্তরের অভিযোগ উঠেছে। সরেজমিনে গত আগষ্ট গিয়ে দেখা যায় রয়েল ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট ক্লিনিকে সদ্য অপারেশন করা রোগীদেরকে পাশের কুতুবউদ্দিন মেমোরিয়াল হাসপাতাল নামের একটি বন্ধ অব্যবহৃত ক্লিনিকে দরজা বন্দী অবস্থায় রাখা হয়েছে। বন্ধ অব্যবহৃত কুতুব উদ্দিন মেমোরিয়াল হাসপাতালের ভিতরে প্রবেশ করলে সদ্য অপারেশনের রোগী টিপু জানান, গতকালকে তার হাতের  শিরা জোড়া দেওয়ার অপারেশন সম্পন্ন হয়েছে অপারেশনটি করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জন ডা: আব্দুল মালেক। হঠা রয়েল ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট ক্লিনিকের কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট ভিজিট করতে আসবে বলে তাদেরকে এই বন্ধ ক্লিনিকে স্থানান্তর করেছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে আগত জরায়ুর টিউমার অপারেশন করা রোগীর আত্মীয় জানান, গত পরশু রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে। এই ধরণের রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া খুবই কষ্টসাধ্য এবং রোগীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বিষয়টি মাথায় না নিয়ে হসপিটাল কর্তৃপক্ষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের রোগীটিকে পাশের এই বন্ধ অব্যবহৃত ক্লিনিকে স্থানান্তর করেছে। রোগীকে এই হসপিটালে আনতে খুবই কষ্ট হয়েছে। অনেক কষ্ট করে দুজন মানুষ মিলে কোলে করে তাকে দুই তলায় তুলে আনা হয়েছে। মোহাম্মদ আলী নামের একজন সার্জন তাদের রোগীর অপারেশন সম্পন্ন করেছেন। ঘটনাস্থলে উপস্থিত আলমগীর নামের রোগীর এক আত্মীয় জানান, রয়েল ক্লিনিক এর ঝামেলা আছে। আমি এক রোগী নিয়ে গেছিলাম ওখানে। সকালে অপারেশনের কথা বলে বিকেল হয়ে  গেলেও অপারেশন করাননি তারা। আমি বাধ্য হয়ে রোগী রোগীর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে আসছিলাম। এদিকে বিষয়টি নিয়ে রয়েল ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট ক্লিনিকের স্বত্বাধিকারী শিপন এর সাথে কথা হলে তিনি জানান, করোনা ওয়ার্ড স্থাপনের জন্য সিভিল সার্জন অফিস থেকে অডিট আসবে বলে রোগীদেরকে কিছু সময়ের জন্য পাশের একটি জায়গায় স্থানান্তর করা হয়েছে। তাদেরকে এখনই আবার ক্লিনিকে ফিরিয়ে আনা হবে পরবর্তীতে তিনি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে বলেন, ইতিপূর্বে আমাদের ক্লিনিকের নামে একটি রিপোর্ট পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার কারণে  সিভিল সার্জন মহোদয় এখানে অডিটে এসে ক্লিনিকটি আপাতত বন্ধ করে দিয়েছে। তবে তার ক্লিনিকের রেজিস্ট্রেশন আছে বলেও তিনি জানান। সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানানপ্রাইভেট ক্লিনিকটির রেজিস্ট্রেশন না থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। রয়েল প্রাইভেট ক্লিনিক কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন আছে বলে দাবি করলেও জেলার স্বাস্থ্য বিভাগের কর্তা সিভিল সার্জন বলেনপ্রাইভেট ক্লিনিকটির রেজিস্ট্রেশন নেই।  বিষয়টি নিয়ে ইতিমধ্যে জনমনে নানা প্রশ্নের জন্ম হয়েছে। রেজিস্ট্রেশন বিহীন একটি  প্রাইভেট ক্লিনিকে কিভাবে কঠিন জটিল রোগের অপারেশন করা হচ্ছে? সেই সাথে তারা আরো বলেছেন, অপারেশনের পর অসুস্থ রোগীকে  ডাক্তারের অনুমতি বাদে কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলেন? ধরনের প্রাইভেট ক্লিনিকগুলো সরকার যদি বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ না করেন তবে ভবিষ্যতে ধরনের ক্লিনিকগুলোর থেকে অসুস্থ রোগীদেরকে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। বিষয়টি নিয়ে তারা কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640