আলমডাঙ্গা প্রতিনিধি ॥ করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় আলমডাঙ্গা শহরের ৫টি মামলায় ১ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।গতকাল উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। জানাগেছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত জরিমানা করেন। শহরের পুরাতন বাসস্টান্ড, নতুন বাস স্টান্ড, বেলগাছী ইউনিয়নের দোয়াপাড়া ও ফরিদপুর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।এসময় ফরিদুপর গ্রামের বজলুকে ৫ শ টাকা, গোবিন্দপুর গ্রামের মোজাম্মেল আলীকে ৫ শ টাকা, ফরিদপুর গ্রামের ছানোয়ার আলীকে ৩ শ টাকা, শুকুর আলীকে ১শ টাকা, ডামোস গ্রামের আব্দুর রাজ্জাককে ৫শ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
Leave a Reply