1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:20 am

খোকসায় ভেজাল  গুড় তৈরীর কারখানায় অভিযান দুই জনের কারাদন্ড

  • প্রকাশিত সময় Sunday, August 1, 2021
  • 247 বার পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালত আবার অভিযান চালিয়ে দুই কর্মচারীকে কারাদন্ড দিয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার পর উপজেলা সদরের ডাক বাংলো মোড়ে দিলীপ ট্রেডার্স নামের ভেজাল আখের গুড় তৈরীর কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে কুষ্টিয়া র‌্যাব -১২ একটি দল অভিযান শুরু করে। পাঁচ ঘন্টার বেশী সময় ধরে এ অভিযান চালিয় দুই কর্মচারীকে আটক করা হয়। আটক কর্মচারীরা হলেন রেজউল (৩৫) পিতা রশিদ হোসেন ও জাহাঙ্গীর আলম, পিতা রব্বান শেখ। তাদের বাড়ি উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামে। আটক দু’জনের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এ সময় নকল গুড় তৈরীতে ব্যবহার করা মানব দেহের জন্য ক্ষতি কারক রং ও রাসায়নিক জব্দ করা হয়। অভিযানের শুরুতেই ভেজাল গুড় তৈরীর চুলা নেভাতে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের তলব করা হয়। তারা এসে পানি দিয়ে একাধিক জলন্ত চুলা নিভিয়েদেয়। স্থানীয়রা জানান, অভিযান শুরুর কিছু সময় আগে প্রতিষ্ঠানটির মালিক দিলীপ বিশ্বাস কারখানায় প্রবেশ করেন। কিন্তু প্রশাসনিক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে আবার আত্মগোপন করেন। তারা জানায়, প্রায় ১যুগেরও বেশী সময় ধরে এই চক্রটি নিন্মমানের মেয়াদ উত্তিন চিনি, নষ্ট চকলেট, চিনিকলের গাদ জ্বাল করে নকল আখের গুড় তৈরী করে আসছে। বছরে ৬/৭ বার স্থানীয় প্রশাসনসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানও চালানো হয়। ভেজাল খাদ্যপন্য উৎপাদন বাজার জাত করায় এসব প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিচারাধিন একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি এ ব্যবসার সাথে জড়িতরা দিনে কারখানা বন্ধ রেখে রাতে ভেজাল গুড় তৈরী করে আসছে। অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, ঘটনা স্থলে মালিক পক্ষকে পাওয়া যায়নি। এ ছাড়া আটক কর্মচারীদের প্রত্যেককে এক মাসের করে কারাদন্ড দেওয়া হয়েছে। গভীর রাতে এ অভিযানে কুষ্টিয়া র‌্যার ১২ এর ইস্কাটুন লিডার ইলিয়াস খানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640