1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 3:51 pm

ভিশন ও ওয়ালটন শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত সময় Saturday, July 31, 2021
  • 151 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥ লকডাউন ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় কুষ্টিয়ার কুমারখালীতে ভিশন ও ওয়ালটন শোরুমসহ ৭ প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে কুমারখালীর বাসস্ট্যান্ড, পৌরবাজার ও হলবাজার এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম। অপরদিকে একইদিন সকালে পৌরবাজারে অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। এসময় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মামলায় দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ইউএনও। এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল  বলেন, লকডাউন অমান্য করায় ভিশন ও ওয়ালটন শো রুমকে ১০ হাজার করে ২০ হাজার টাকাসহ নবম দিনে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640