1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 3:40 pm

কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা নষ্ট ৩টি সরকারী, বাকিগুলো দানের

  • প্রকাশিত সময় Saturday, July 31, 2021
  • 142 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া করোনা হাসপাতালে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা নষ্ট। কয়েক দিন ধরে এগুলো নষ্ট হয়ে পড়ে আছে। তবে ১২টি ক্যানুলার মধ্যে ৩টি সরকারীভাবে আসায় সেগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ। আর বাকি ৯টি ক্যানুলা বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে দান করা হয়েছে। সে গুলোর বিষয়ে এখনও স্পষ্ট সিন্ধান্ত হয়নি।  এগুলো মেরামতে দেখা দিয়েছে নানা জটিলতা।

 

হাসপাতাল সূত্র জানায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে (বর্তমানে করোনা হাসপাতাল) সরকারিভাবে ১৪টি হাই ফ্লো নাজাল ক্যানুলা ছিল। হাসপাতালে রোগী ভর্তি বেশি হওয়ায় এই যন্ত্রের প্রয়োজন আরও বেড়ে যায়। এ সময় জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি আরও ২০টি যন্ত্র বিভিন্ন সময়ে হাসপাতালে অনুদান দেয়। সব মিলিয়ে ৩৪টি যন্ত্র হয়। এর মধ্যে ৩০টি যন্ত্র রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছিল। বাকি চারটি স্থাপন করা হয়নি।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাই ফ্লো নাজাল ক্যানুলাগুলো ব্যবহার করতে গিয়ে গত কয়েক দিনে অন্তত ১২টি নষ্ট হয়ে যায়। গতকাল শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ১৭৭ জন করোনা পজিটিভ ও ৭৭ জন করোনার উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তি ২২৪ জন। এই অবস্থায় হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা সচল আছে ১৮টি।

 

এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম বলেন, নষ্ট হওয়া হাই ফ্লো নাজাল ক্যানুলাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে নষ্ট হওয়া যন্ত্রগুলোর মধ্যে সরকারিভাবে পাওয়া মাত্র তিনটি। বাকিগুলো বেসরকারিভাবে পাওয়া। সরকারিগুলো মেরামতের জন্য ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে। বাকিগুলোর বিষয়ে একটু সমস্যা হচ্ছে। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুল বারী বাপ্পি সহযোগিতা করছেন।

 

যোগাযোগ করা হলে চিকিৎসক নাসিমুল বারী বাপ্পি বলেন, মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁরা এগুলো হাসপাতালকে দিয়েছিলেন, তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় আরও কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। কয়েকজন টেকনেশিয়ানও যন্ত্রগুলো দেখেছেন। এগুলো মেরামতে অন্তত পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হতে পারে। এই টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে এক ব্যক্তি এগিয়েও এসেছেন। আশা করা যাচ্ছে, খুব দ্রুত সময়ে মেরামত করা হবে। যন্ত্রগুলো দ্রুত মেরামত করা গেলে রোগীদের উপকার আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640