কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কৃতি সন্তান, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা’র উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন সরকারের জনপ্রশাসন পদক ২০২১’ পাওয়ায় সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুর আলম দুলাল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আন্তরিক অভিনন্দন জানিয়ে এক বার্তা দিয়েছেন। বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ্য করেছেন, সরকারের এই সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মত একটি গুরুত্বপুর্ণ মন্ত্রণালয় থেকে কুষ্টিয়ার কৃতি সন্তান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন জনপ্রশাসন পদক ২০২১ পাওয়ায় কুষ্টিয়াবাসী গর্বিত। সেই সাথে নেতৃবৃন্দ তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।
Leave a Reply