কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যে কোন মুল্যে আমাদের সকলকে সম্মিলিত ভাবে করোনা প্রতিরোধ করতে হবে। কোন প্রকার অবহেলা, অনিয়ম, অনিহাকে এখন আর প্রশ্রয় দেয়া ঠিক হবে না। প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড পর্যায়ে গঠিত করোনা প্রতিরোধ কমিটিকে আরও কার্যকর ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে, উপজেলায় ও পৌরসভার ওয়ার্ডে গঠিত আমাদের করোনা প্রতিরোধ কমিটির কার্যক্রম তদারকীর জন্য একটি পৃথক সেল গঠন করে কার্যক্রম দ্রুত তদারকি করতে হবে। মহান আল্লাহপাকের উপর বিশ^াস রেখে আমাদের সকলকে এই মহামারি থেকে কুষ্টিয়াকে রক্ষা করতে কাজ করতে হবে। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্সদের দায়িত্ব কর্তব্যে দৃষ্টি আকর্ষণ করে বলেন, আজকে মিডিয়ার মাধ্যমে সংবাদ পেয়ে আমরা হাসপাতাল নিয়ে এত কঠোর হতে পেরেছি। অনেক তথ্যই আমাদের কাছে আসে না। যে গুলো আমরা মিডিয়ার মাধ্যমে পাই। তাই প্রকৃত সাংবাদিক যারা সঠিক তথ্য তুলে ধরে, ধরতে চায়, তাদেরকে সহযোগীতা করতে হবে। তবে হাসপাতালে অহেতুক গ্যাদারিং সৃষ্টি করে চিকিৎসা সেবা ব্যহত হতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, আমাদের এখনও এত স্বক্ষমতা হয়নি একবারই আমরা সব সমস্যার সমাধান করতে পারবো। আমাদের সকলের সাধ্য আছে চেষ্টা চলছে। সকলকে তার দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে বলেও জানান। গতকাল রাতে কুষ্টিয়া করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়া করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা গতকাল রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব সুলতানা আফরোজ। সভাপতিত্ব করেন জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সিভিল সার্জন ডাঃ এইচএম আনোয়ারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলদার হোসেন, ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডিডি ডাঃ আব্দুল মোমেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এসএম মুসতানজীদ, প্যানেল মেয়র শাহিন উদ্দিন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, বাসসের জেলা প্রতিনিধি নুর আলম দুলাল, প্রথম আলোর জেলা প্রতিনিধি তৌহিদী হাসান প্রমুখ।
সভায় জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, যে কোন মূল্যে করোনা প্রতিরোধ করতে হবে। নিজের ঘর থেকে শুরু করুন। এরপর প্রতিবেশি ও সমাজের দায়িত্ব পালন কর। মাস্ক ব্যতিত বাড়ির বাইরে বের হতে পারবে না, এমন অবস্থা সৃষ্টি করুন। প্রতিটি গ্রামে, পাড়ায় পাড়ায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করে মাঠে নামুন। তিনি সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের নিজ নিজ এলাকায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার নির্দেশ দেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত সমূহ ঃ ১. সকাল ৭টা থেকে বেলা ১ টা পর্যন্ত সপ্তাহে ৭ দিনই কাঁচা বাজার খোলা থাকবে। ২. হাসপাতালে রুগী ব্যতিত সবার জন্য গেট পাশ লাগবে ৩. মনির আয়রন থেকে আর কোন অক্সিজেন সিলিন্ডার কিংবা রিফিল নয়। এখন থেকে যশোরে রিফিল হবে। ৪. প্রতিটি গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৫. সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের নিজ নিজ এলাকায় জনসচেতনতার কাজে মাঠে নামতে হবে।
Leave a Reply