কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের উদ্যেগে এবং ডেনিশ রেড ক্রসের সহায়তায় করোনা মহামারি প্রতিরোধে সাধারন জনগনের মাঝে সোমবার মাস্ক বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ২০ পিছ হিসেবে সর্বমোট ৮৪০ জন মানুষের মাঝে ১৬,৮০০ পিছ মাস্ক বিতরন করা হয়। উক্ত মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আসগর আলী, কার্যনির্বাহী সদস্য মো: আবদুল লতিফ, সাজেদা হোসেন, সেলিম আহমেদ এবং কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সেচ্ছাসেবকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ’ইউনিট অফিসার’ সাঈদ মো: শামীম রহমান (শাহীন)। উল্লেখ্য রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের উদ্যেগে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা এবং এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত যেকোন রোগী ইউনিটের হট লাইন নাম্বারে (০১৮৭৯-৪১১২৯০) ফোন করে উক্ত সেবাগুলি গ্রহন করতে পারবেন।
Leave a Reply