কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম করোনা কালীন সময়ে সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করছেন। ছুটছেন শহর থেকে গ্রামে আবার গ্রাম থেকে শহরে। জেলার সকল প্রান্তে উল্কার মত ছুটে চলেছেন। জেলার বিভিন্ন এলাকায় নিজে যাচ্ছেন পরিদর্শন করছেন কুষ্টিয়ার সমস্ত এলাকার খোঁজ খবর রাখছেন। প্রদান করছেন নির্দেশনা। অনেকে বলতে পারেন এটি উনার দায়িত্ব জনসাধারণের নিরাপত্তার দায়িত্ব উনার। আর সেটাই উনি করছেন। তবে সারাদেশের কোথাও এমন দায়িত্ব কি কেউ পালন করছেন সকাল থেকে রাত পর্যন্ত এমন কঠোর পরিশ্রম না করলে কেউ কি বলতে পারবেন কুষ্টিয়াকে ভালবেসে, এই জেলাবাসীর কাছে থেকে হৃদয়ের টানে পু্লশি সুপার খাইরুল আলম কঠোর পরিশ্রম করছেন। তবে এসপি খাইরুল আলমকে মানবিক পুলিশ সুপার হিসেবে আখ্যায়িত করেছেন কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ। পু্লশি সুপার খাইরুল আলম এই মহামারী করোনার সময়ে নিজের জীবনকে বাজী রেখে, পরিবার পরিজনের কথা না ভেবে কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, জনসাধারণের দোরগোড়ায় গিয়ে করোনার করনীয় সম্পর্কে সচেতন করছেন।
Leave a Reply