1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 11:53 am
শিরোনাম :
গাঁদা ফুল চাষ ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন : ইউক্রেইন পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা উচ্চারণের জন্য কটাক্ষের শিকার দীপিকা এখন ৫০০ কোটির মালিক কেটে বাদ দেওয়া হলো দীপিকার লিভারের একাংশ কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে

কুষ্টিয়ায় ৩২ হাজার পরিবারকে নগদ অর্থ ও খাদ্য শষ্য প্রদান করবেন মাহবুবউল আলম হানিফ এমপি

  • প্রকাশিত সময় Tuesday, July 13, 2021
  • 516 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি আজ কাল দুদিন ব্যাপী সদর উপজেলার ১২টি ইউনিয়নে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য অসহায় প্রায় ৩২ হাজার পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, খাদ্য সহায়তা প্রদান করবেন।

উপলক্ষ্যে আজ বিকেল ৩টায় কুষ্টিয়া সদর উপজেলা  পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে বিতরণপুর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের সংসদ সসদ্য মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌর আওয়াম্যীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

কুষ্টিয়া সদর উপজেলা ত্রাণ দুর্যোগ বিভাগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, সদর উপজেলার ১২টি ইউনিয়নে সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি নিজে থেকে আজ কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে ৮২ পরিবারকে নগদ অর্থ এবং ৪৪ পরিবারকে ৯০ বান্ডিল ঢেউটিন নগদ ,৭০,০০০ টাকা, বিকেল .৩০ মিনিটে হাটশ হরিপুরে ২৬১৬ পরিবারের মাঝে লক্ষ ৭৫ হাজার টাকা ১৬.৬৬ মে.টন খাদ্যশস্য, বিকেল টায় বটতৈল ইউনিয়নে ২৫১২ পরিবারের মাঝে লক্ষ ৭৫ হাজার টাকা ১৫.৬২ মে.টন খাদ্যশস্য, আলামপুর ইউনিয়নে ২৩৬৭ পরিবারের মাঝে লক্ষ ৭৩ হাজার নগদ অর্থ ১৪.২১ মে.টন খাদ্যশস্য এবং বিকেল ৫টায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ২৫৬২ পরিবারের মাঝে নগদ লক্ষ ৭৩ হাজার টাকা ১৬.১৬ মে.টন খাদ্যশস্য বিতরন করবেন বলে জানা গেছে। একই ভাবে কাল বৃহস্পতিবার সদর উপজেলার আইলচারা, পাটিকাবাড়ী, গোস্বামীদূর্গাপুর, মনোহারদিয়া, ঝাউদিয়া, আব্দালপুর, হরিণারায়ণপুর উজানগ্রামে মোট ১৭ হাজার ৪৪ পরিবারের মাঝে নগদ অর্থ ৩৭ লক্ষ ৮৪ হাজার টাকা ৩৬,৫২৮.২৯ মে. টন খাদ্যশস্য বিতন করবেন। এর আগে তিনি কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে সকাল ১১ টায় করোনা রোগী তাদের চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নিতে চিকিৎসক, হাসপাতালে কর্মরত নার্স, টেকনিশিয়ানসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640