1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 4:55 pm

হাইতির প্রেসিডেন্ট হত্যার সন্দেহভাজন গ্রেপ্তার

  • প্রকাশিত সময় Monday, July 12, 2021
  • 195 বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জোভেনেল ময়িসকে হত্যার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে হাইতির পুলিশ। ময়িসকে ক্ষমতাচ্যুত করতে ভাড়াটে সৈন্যদের নিয়ে আসার জন্য গ্রেপ্তার হাইতির ওই নাগরিককে দায়ী করেছে দেশটির কর্তৃপক্ষগুলো।
স্থানীয় সময় বুধবার ভোররাতে রাজধানী পোর্ট-অ-প্রিন্সে নিজ বাড়িতে ময়িসকে গুলি করে হত্যা করা হয়। ২৬ কলম্বিয়ান ও দুই হাইতিয়ান মার্কিন নাগরিকের একটি হত্যাকারী ইউনিট এ ঘটনা ঘটিয়েছে বলে হাইতির কর্তৃপক্ষগুলো জানিয়েছে। এই হত্যাকা-ের কারণে সমস্যার মধ্যে থাকা ক্যারিবীয় দেশটি আরও গভীর অস্থিরতায় ডুবে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক সংবাদ সম্মেলনে হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস জানিয়েছেন, গ্রেপ্তার ক্রিস্টিয়ান ইমানুয়েল সানোন (৬৩) জুনের প্রথমদিকে একটি ব্যক্তিগত বিমানে ওই ভাড়াটে নিরাপত্তা রক্ষীদের নিয়ে হাইতিতে আসনে এবং তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চেয়েছিলেন।
সানোনের উদ্দেশ্যের ব্যাখ্যা না দিয়ে সেগুলো রাজনৈতিক বলে উল্লেখ করেন তিনি। জানান, হেফাজতে থাকাদের মধ্যে একজন গ্রেপ্তার হওয়ার পর সানোনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর সানোন হত্যার বিষয়ে অন্য দুই ‘বুদ্ধিজীবীর’ সঙ্গে যোগাযোগ করেছিলেন। চার্লস বলেন, “প্রথমে হামলাকারীদের লক্ষ্য ছিল ইমানুয়েল সানোনের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু পরে লক্ষ্য পরিবর্তিত হয়ে যায় এবং তারা প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের জন্য একটি গ্রেপ্তারি পরোয়ানাসহ এক হামলাকারীকে পাঠায়।”
রয়টার্স জানিয়েছে, অনলাইনে থাকা যুক্তরাষ্ট্রের সরকারি রেকর্ড সানোন নামের এক ব্যক্তিকে ফ্লোরিডায় চিকিৎসক হিসেবে কর্মরত দেখিয়েছে, তবে হাইতিতে গ্রেপ্তার সানোন আর তিনি একই ব্যক্তি কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। সানোন কেন ময়িসকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন তাও পরিষ্কার হয়নি। প্রেসিডেন্টের হত্যাকা-ে গভীর সমস্যার মধ্যে পড়ে যাওয়া হাইতি আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা চেয়েছে। ওয়াশিংটন হাইতির সেনা পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করলেও রোববার দেশটির একজ ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি যাচাইয়ের জন্য তারা দেশটিতে একটি টেকনিক্যাল টিম পাঠাচ্ছে। হত্যাকা-ের ঘটনায় হাইতির পুলিশ এ পর্যন্ত ১৮ কলম্বিয়ান ও সানোনসহ তিন হাইতিয়ান মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে বলে চার্লস জানিয়েছেন। পাঁচ জন কলম্বিয়ান এখনও পালিয়ে আছেন এবং তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তারা প্রেসিডেন্টকে হত্যা করতে নয় গ্রেপ্তার করতে গিয়েছিলেন, সন্দেহভাজন হত্যাকারীরা তদন্তকারীদের এমনটি জানিয়েছেন বলে ঘটনার বিষয়ে অবহিত এক ব্যক্তি ও মায়ামি হেরাল্ড রোববার জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640