কাগজ প্রতিবেদক ॥ প্রথমে সাজেদা বেগম (৮২)। পরে তোফাজ্জল হক (৮৬)। করোনা কেড়ে নিয়েছে স্বামী-স্ত্রীর জীবন। তাঁদের মৃত্যুর মাঝে ব্যবধান মাত্র দুদিন। তাঁরা সাংবাদিক রেজোয়ানুল হক ও বোরহানুল হকের পিতা-মাতা। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আগে ৮ জুলাই রাতে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান সাজেদা বেগম। তাঁদের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছেন। রেজোয়ানুল মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বোরহানুল নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর। করোনায় মা-বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোরহানুল হক জানান, তাঁদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসায়। তাঁর মা গত বৃহস্পতিবার ঢাকার পুলিশ হাসপাতালে মারা যান। আর তাঁর বাবা গতকাল মারা গেলেন। তাঁকে গত ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। এদিকে বিশিষ্ট সাংবাদিক রেজোয়ানুল ও বোরহানুল হক স¤্রাটের মাতার মৃত্ব্যতে কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথক শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply