সম্প্রতি আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তালেবানের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। অন্যদিকে তালেবান একের পর এক বিভিন্ন প্রদেশে হামলা করেই চলেছে। আফগানিস্তানের এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আফগানিস্তান থেকে তার দেশের অধিকাংশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। এর আগে গত সপ্তাহে কাবুলের অদূরে সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম থেকে বিদায় নেয় মার্কিন বাহিনী। আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের পর কাবুল সরকারকে টিকে থাকতে হবে আপন শক্তিতে। কিন্তু আফগান সরকার তালেবানের হামলার মধ্যে টিকে থাকতে পারবে কিনা এমন প্রশ্ন উঠেছে।
সম্প্রতি আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর কাবুল থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের ৬ থেকে ১২ মাসের মধ্যে তালেবান যোদ্ধারা রাজধানী শহর দখল করবে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি সেনাদের সমর্থন ছাড়া বর্তমান আফগান সরকারের টিকে থাকা অসম্ভব। কারণ হিসেবে তারা বলছেন, এই সরকারের অনেক সেনা তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন না। অনেকে নিজেদের অবস্থান ছেড়ে তালেবানের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই সূত্রে তালেবান অনেক উন্নত অস্ত্র এবং ন্যাটোর রেখে যাওয়া যানবাহন পাচ্ছে নির্বিঘেœ। আফগান বাহিনীর প্রায় ১১০০ সেনা উত্তরাঞ্চল থেকে ইতোমধ্যে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে। সরকারি সৈন্যদের মনোবল কত দুর্বল, এ ঘটনা তার বড় সাক্ষী। এই সীমান্তের বাদাকশান প্রদেশের অধিকাংশ জেলা এখন তালেবানের নিয়ন্ত্রণে।
এ প্রসঙ্গে দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ আলতাফ পারভেজ বলেন, আফগানিস্তানের ৪২১ জেলার প্রায় অর্ধেকে সুবিধাজনক অবস্থায় আছে তালেবান। এর মধ্যে উত্তরাঞ্চলে তালেবানের অগ্রযাত্রা রাজনৈতিক ভাষ্যকারদের বিস্মিত করেছে। এসব অঞ্চলে তাজিক ও উজবেকদের আধিপত্য বেশি। এদের ঐতিহাসিকভাবে তালেবানবিরোধী শক্তি মনে করা হতো। কিন্তু তালেবান এদের অনেককে কাছে টানতে পেরেছে, যা তাদের বুদ্ধিদীপ্ত কৌশলের প্রমাণ। তবে সামরিকভাবে অপ্রতিরোধ্য থাকলেও আফগানিস্তান বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত। দেশজুড়ে আঞ্চলিক বিভিন্ন শক্তির হাতেও বিপুল অস্ত্র ও জনবল আছে। গত দুইদিন ইরানে তালেবান ও আফগান রাজনীতিবিদদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানে বিভিন্ন পক্ষ শান্তিচুক্তিতে পৌঁছাতে না পারলে রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা থেকে যাবে।
Leave a Reply