কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোনা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে মানবিক সহায়তায় এগিয়ে এলেন বুজরুক বাঁখই গ্রামের নিভৃতচারী সমাজ সেবক হাজী মো. আকিদুল ইসলাম। গতকাল দুপুর ১২ টার দিকে তিনি দুটি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার সহ প্রয়োজনীয় আনুষঙ্গিক মালামাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিনের নিকট হস্তান্তর করেন। এ সময় হাজী আকিদুল ইসলাম বলেন, তাঁর পুত্র ও পুত্রবধু করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। তারা এখন অনেকটা সুস্থ। কিন্তু বর্তমানে অনেকেই হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আর তাঁদের অনেকেরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তাই মুমুর্ষ করোনা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে অক্সিজেন সিলিন্ডার সহ আনুষঙ্গিক প্রয়োজনীয় মালামাল দিয়ে সহায়তা করতে পেরে খুব ভালো লাগছে। এ সময় তিনি করোনা রোগীদের চিকিৎসার্থে ও অসহায় রোগীদের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply