1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 11:53 am
শিরোনাম :
গাঁদা ফুল চাষ ডেনমার্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উপকেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন : ইউক্রেইন পশ্চিম তীরে গ্রামবাসী ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ডায়াবেটিস বা স্থূলতায় মিলবে না ভিসা উচ্চারণের জন্য কটাক্ষের শিকার দীপিকা এখন ৫০০ কোটির মালিক কেটে বাদ দেওয়া হলো দীপিকার লিভারের একাংশ কবরীর অসমাপ্ত সিনেমা শেষ করে ছেলের নতুন পরিকল্পনা শাকিব খানের ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে

ওয়ার্ড বয়’র উপর হামলা #### কুষ্টিয়া হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর অভিভাবক কারা ?

  • প্রকাশিত সময় Thursday, July 8, 2021
  • 255 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একজন মুমুর্ষ রোগীকে অক্সিজেন দেয়ার সময় ওয়ার্ড বয় হামলার শিকার হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন। আহত ওই ওয়ার্ড বয়ের নাম ইমন (২৮) সে হাসপাতালের অক্সিজেন রুমের দায়িত্বে ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার মজুদ কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুৃত্রে জানা যায়, বিকেল অনুমান ৪টার দিকে হাসপাতালের রান্নাঘর সংলগ্ন গেটের কাছে করোনা আক্রান্ত রোগীদের জন্য রিফিলকৃত অক্সিজেন সিলিন্ডার গাড়ী থেকে নামানো হচ্ছিল। এ সময় জনৈক যুবক একটি মটরসাইকেল রেখে চয়ে যাওয়ার প্রাক্কালে অক্সিজেন সিলিন্ডার বুঝে নেয়ার দায়িত্বে নিয়োজিত ওয়ার্ড বয় ইমন তাকে মটরসাইকেলটি সরাতে অনুরোধ করে। আর এতেই বিপত্তি নেমে আসে তার  উপর। প্রথমে কথাকাটাকাটি পরে দেখে নেয়ার হুমকি। অবশেষে সিলিন্ডার নামানো শেষে ইমন তার কক্ষে যেয়ে একজন মুমুর্ষ রোগীকে অক্সিজেন দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কতিপয়  যুবক তার কক্ষে যেয়ে ওই ঘটনার জের ধরে তাকে এলোপাথাড়ী মারপিট করে এবং তার নাকে-মুখে কিল-ঘুষি মারতে থাকে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে জরুরী ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়ার সময় পুনরায় ওই যুবকরা জরুরী ওয়ার্ডের মধ্যেও তাকে মারপিট করতে থাকে। এতে উপস্থিত কয়েকজনের মধ্যস্থতায় ঘটনার নিষ্পত্তি হয়। বর্তমানে ওয়ার্ড বয় ইমন হাসপাতালের ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষদর্শী মেডিকেল কলেজে কর্মরত খাইরুল ইসলাম মুফোফোনে কুষ্টিয়ার কাগজকে জানান, হৈ চৈ’র খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে জানতে পারি ইমন গাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানো হচ্ছিল। সে সময় একজন যুবক একটি মটরবাইক রেখে হস্তিদন্তি হয়ে চলে যাচ্ছিলেন সিলিন্ডার পড়ে মটরবাইকের ক্ষতি হতে পারে জানিয়ে গাড়িটি সরিয়ে রাখতে অনুরোধ করলে তার উপর চড়াও হয় ওই যুবক। এর পর দুজনের মধ্যে কথা কাটাকাটি শেষ হয়ে যায়। পরে ইমন তার কক্ষে রোগীকে অক্সিজেন দিতে প্রস্তুতি নিচ্ছিল সেখানে কতিপয় যুবক তার উপর চড়াও হয়ে হামলা করলে সে গুরুতর আহত হয়। পরে জরুরী বিভাগে আহতকে চিকিৎসা দেয়ার প্রাক্কালেও তার উপর হামলা করা হয় এটা অত্যান্ত ন্যাক্কারজনক বলে তিনি অবিহিত করেছেন। বড় ভাই নাইম জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হামলা। আমার ভাই হাসপাতালের একজন দায়িত্বরত স্টাফ। তার উপর প্রকাশ্যে হামলা হলো কি ভাবে। তিনি অনেকটা আক্ষেপ করে জানালেন, আহত হওয়ার পরেও জরুরী বিভাগে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে সেখানেও তার উপর হামলা হলো। সেখানে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন তারা কিছু বললেন না। এটা অত্যান্ত দুঃখজনক। তিনি জানান, এ বিষয়টি হাসপাতালের তত্বাবধায়ক, আরও এমও সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, বিষয়টি আসলে ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। ইমন আমাদের আউট সোর্সিং’র কাজ করে। সেও চিনতে পারেনি। বিষয়টি পরে নিষ্পত্তি করা হয়েছে। এর বেশি কিছু না।

এদিকে হাসপাতালে বর্তমানে চিকিৎসারত রোগী ও সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন বার ঘোরপাক খাচ্চে সেটি হচ্ছে, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের প্রকৃত অভিভাবক কারা সেখানে কর্মরত চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় না অন্য কেউ। কুষ্টিয়ায় করোনার আক্রান্ত রোগীর মৃত্ব্যর মিছিল যত বড় হচ্ছে চিকিৎসারত রোগী ও অভিভাবকরা যেন ততই সমস্যায় পড়ছেন, অক্সিজেন, হাইফ্লো ক্যানুলা, অক্সিমিটার, খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদানে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক, ওয়ার্ড বয়, নার্স, টেকনিশিয়ান ও বিনাপারিশ্রমীকে যারা কাজ করেন দীর্ঘদিন থেকে হাসপাতালে চিকিৎসারত রোগী, অভিভাবক এবং চিকিৎসা কার্যক্রমের সাথে তদারককারী ব্যক্তিরাই চেনেন ও জানেন। গেল বছর থেকে করোনার প্রথম ঢেউ শুরু হওয়ার প্রাক্কালে এ সব দায়িত্বরতদের পাশাপাশি সহযোগীতায় এগিয়ে আসেন অনেকে। যৌথভাবে চলতে থাকে করোনা আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে চয়ে যৌথ প্রচেষ্টা। সম্প্রতি এ যৌথ প্রচেষ্টায় অনেক গোলমালের খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী ও তাদের অভিভাকরা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী হাসপাতালে রোগী নিয়ে আসার পর সাধারণত মানুষ কর্তব্যরত চিকিৎসক, নাস, ওয়ার্ড বয়দের কাছেই যায় এবং প্রয়োজনে তাদেরকেই খোঁজা খুঁজি করতে থাকে। এখন এর ব্যর্তয় ঘটেছে। করোনা আক্রান্ত রোগী যাওয়ার সাথে সাথে তাদের তদারকিতে চলে আসেন অন্য কেউ। আর তখনি দায়িত্বরত চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, ফ্রি স্যাম্পুলে কর্মরতরা এক ধরণের অসহায়ত্ব বোধ করেন। রোগী এবং রোগীর অভিভাবকদেরও চলতে হয় ওই অন্য কেউ’র পরামর্শে। তবে ওই ‘অন্য কেউ’র নিয়ে অনেক গুরুতর অভিযোগ। অক্সিজেন সিলিন্ডার দেয়া, নেয়া, অক্সিমিটার দেয়া, হাউফ্লু ক্যানোলা, ওষুধ, ইনজেকশন, খাবার, অ্যাম্বুলেন্স, মৃত লাশ হাসপাতাল থেকে নেয়াসহ প্রায় সব কাজের তদারকি চলে ওই ‘ অন্য কেউ’র’ সন্তুুষ্টির উপর। আবার জরুরী অবস্থায় দায়িত্বরত চিকিৎসক, নার্সকেই ছুটে আসতে হয়। তা হলে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে চিকিৎসারত করোনা আক্রান্ত রোগীদের প্রকৃত অভিভাক কারা? এই দ্বৈত অভিভাবকত্বের সঠিক বন্টন করা না হলে ‘ করোনার হট স্পট কুষ্টিয়ায়” করোনা আক্রান্ত রোগীরা ভয়াবহ বিপদের সম্মুখিন হবেন বলে আশংকা করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640