কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অসহায় দুস্থ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দিনভর শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের এক নং যুগ্ন আহবায়ক মো: আলিম হোসেনের অর্থয়নে ইউনিয়নের কসবা,দ্বাড়িগ্রাম ও কোমরকান্দী গ্রামে লকডাউনে কর্মহীন,দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য দ্রব্য বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো:আরাফাত হোসেন, যুগ্নআহবায়ক আবু সাইদ আকাশ, আহবায়ক কমিটির সদস্য মো:নয়ন হোসেন, আফ্রীদি মাহমুদ শিলন, মো:আলামিন হোসেন, মোঃ সাইদুর রহমান খোকন, আব্দুল কাদের জীলানি সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের সব সময় পাশে থাকবে এমন আশ্বাস দেন শিলাইদহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, করোনা সংক্রমনের শুরু থেকেই শিলাইদহ ছাত্রলীগের উদ্যোগে মাক্স বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরন, সতর্কতামূলক লিফলেট বিতরণসহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
Leave a Reply