কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুরে গত কয়েকদিন ধরে রাতের আধারে ১২টি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের চরঘোষপুর চালাক পাড়ায় এ ঘটনা ঘটে। ভূক্তভুগী ফরিদুল ইসলামের স্ত্রী সাকিলা খাতুন অভিযোগ করে বলেন, একই গ্রামের হামিদুল প্রামানিক ও চাদু প্রামানিক গ্রুপের লোকজন গত ২০দিন ধরে তাদের বসত বাড়ীতে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট চালায়। এসময় বাড়ীর দরজা, জানালাসহ মূল্যবান আসবাবপত্র লুটকরে নিয়ে যায় তারা। সাকিলা খাতুন অভিযোগ করে বলেন, গত মে মাসে তার স্বামী ফরিদুল ইসলামের বড় ভাই আব্বাজ জোয়ার্দ্দার ও মোয়রুল জোয়ার্দ্দার গ্রুপের সাথে প্রতিবেশি হামিদুল প্রামানিক ও চাদু প্রামানিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় । এতে দুই পক্ষের বেশ কয়েক জন আহত হয়। পরে ২৫ সে চিকিৎসাধীন অবস্থায় মজনু নামে হামিদুল প্রামানিক ও চাদু প্রামানিক গ্রুপের এক জনের মৃতু হয়। এই ঘটনায় আব্বাস জোয়ার্দ্দার ও মোয়রুল জোয়ার্দ্দার গ্রুপের ১৩ জনের নামে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত মজনুর পরিবার। সাকিলা খাতুন ও তার পরিবারের লোজনের নামে মামলার পর থেকে আব্বাজ জোয়ার্দ্দার ও মোয়রুল জোয়ার্দ্দার গ্রুপের লোকজন পলাতক থাকার সুযোগে প্রতি পক্ষের সমর্থকরা তাদের বাড়ীতে হামলা চালিয়ে ঘরের দরজা-জানালাসহ অন্যান্য জিনিস-পত্র লুটকরে নিয়ে যায়। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এলাকাবাসীর দাবি দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
Leave a Reply