কাগজ প্রতিবেদক ॥ দোয়া করাকে কেন্দ্র করে ইমামতি গেলো কুষ্টিয়ার কুমারখালীর এক ইমামের। শুক্রবার বাদ জুমআ মসজিদের ওই ইমাম জেলখানায় বন্দী আলেমদের মুক্তির জন্য দোয়া করায় তার ইমামতি গেছে বলে জানা গেছে। ওই ইমামের নাম মাওলানা আলী হোসাইন। সে কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের জামে মসজিদের ইমাম। তার বাড়ি শিলাইদহের কল্যাণপুর গ্রামে। সে এক বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলো। ওই আলেম মাওলানা আলী হোসাইন জানান, আমি শুক্রবার মসজিদে বয়ান করার সময় মসজিদ ও আলেম উলামাদের বিষয়ে কথা বলছিলাম। বলেছিলাম দেশে নতুন নতুন মসজিদ তৈরি করা হচ্ছে আর আলেমদের জেলখানায় বন্দী করা হচ্ছে। দেলওয়ার হোসাইন সাঈদী, মামুনুল হকসহ বন্দী আলেমদের মুক্তির জন্য বাদ জুমআ দোয়া করেছিলাম। সেজন্যই আমাকে মসজিদের ইমামতি থেকে বাদ দিয়েছে। মাওলানা আলী হোসাইন তার ফেসবুক আইডিতেও কমেন্টস করে সেটি জানিয়েছেন। তবে এ বিষয়ে মসজিদ কমিটির কারো বক্তব্য পাওয়া যায়নি। একজন ইমামকে এ ঘটনায় বাদ দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেক আলেম-উলামাগন।
Leave a Reply