কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেছেন, আমাদের দেশের প্রান্তিক কৃষকরাই হচ্ছে দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি। খাদ্য ঘাটতি, দেশের প্রতিটি মানুষের খাদ্য চাহিদা পুরণে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যে কৃষকরা আমাদের জন্য ফসল ফলায় আমরা তাদের সম্পর্কে কতটুকো খোঁজ খবর রাখতে পারি। অতীতে এই সারের জন্য বিএনপি-জামায়াত জোট সরকার নিরিহ কৃষকদের উপর গুলি করে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা সেই কৃষকের কথা চিন্তা করে আজ সার-বীজ, কিটনাশক, সেচ খরচ সকল সুবিধা দিচ্ছে, যাতে তারা বেশি বেশি করে ফসল ফলাতে পারে। তিনি বলেন, সদর উপজেলায় জননেতা মাহবুবউল আলম হানিফ এমপিও এখানকার কৃষকদের কথা চিন্তা করে সার্বক্ষণিক তদারকি করেন। সে আলোকে কৃষকদের জন্য সরকারের দেয়া সার-বীজ সঠিক ভাবে বিতরণ করা হচ্ছে। কৃষকদের উন্নয়নে বর্তমান সরকার সব সময় সচেষ্ট, আগামীতেও থাকবে।
গতকাল সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তাসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ, কৃষকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply