1. nannunews7@gmail.com : admin :
October 23, 2024, 10:24 am

দেশে প্রথম ঝিনাইদহের তৈরী হচ্ছে বার্ড ফ্লু টিকা

  • প্রকাশিত সময় Tuesday, June 29, 2021
  • 117 বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি ॥ বাংলাদেশে বার্ড ফ্লু রোগের টিকা তৈরি হচ্ছে তাও আবার প্রত্যন্ত অঞ্চল ঝিনাইদহে। এফএনএফ ফার্মাসিটিক্যালস নামের এই প্রতিষ্ঠানটি ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়ীয়া ইউনিয়নের রাউতাইল এলাকায় অবস্থিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক মোঃ আলিমুল ইসলামের তত্ত্বাবধানে কোহিনুর পারভীন, মোস্তফা কামাল ও আয়নুল হক তিন বছর আগ থেকে গবেষণা করে টিকাটি উদ্ভাবন করেছেন। টিকাটির নাম করণ করা হয় ‘বাংলা বার্ড ফ্লু এইচ ৯ ভ্যাক’ নামে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এখানকার ১৫ জন উৎপাদন কর্মকর্তা এ গবেষণায় সহায়তা করেছেন। আলিমুল ইসলাম প্রতিষ্ঠানটিতে উপদেষ্টা গবেষক হিসেবে কাজ করছেন। বাকি তিনজন প্রতিষ্ঠানেরই গবেষক। বার্ড ফ্লু রোগ প্রতিরোধে ইতিপূর্বে এই টিকা আমদানি করতে হয়েছে বাইরের দেশ থেকে। এখন দেশেই পাওয়া যাবে এই টিকা, খরচও হবে কম। প্রতিষ্ঠানটির আরএন্ডডি এবং কিউসি (জৈবিক ইউনিট) অ্যানিমাল হেলথকারি বিভাগের ম্যানেজার ডা. মোছাঃ কহিনুর পারভিন জানান, বার্ড ফ্লু রোগের একটি মুরগিকে তিন ডোজ টিকা দিতে হয়। প্রথম ডোজ বাচ্চার বয়স ৭ থেকে ১৪ দিনের মধ্যে, দ্বিতীয় ডোজ দিতে হয় ২৮ দিনে। আর শেষ  ডোজ ৬ মাস বয়স হলে দিতে হয়। এই টিকাটি অনান্য টিকার থেকে অনেক ভালো হবে এবং খামারিরা উপকৃত হবেন। এফএনএফ ফার্মাসিটিক্যালসের টিকা ইউনিটের প্রডাকশন ম্যানেজার ডা. মোঃ মোস্তফা কামাল জানান, বার্ড ফ্লু রোগটি বাংলাদেশসহ বিশ^ব্যাপি খুবই গুরুত্বপূর্ণ। এই রোগ থেকে বাংলাদেশ পোল্টি শিল্পকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত বাহির থেকে কিছু জরুরি টিকা আমদানি করা হচ্ছে। যার ফলে খামারিদের বেশিদাম দিয়ে টিকা ক্রয় করার ফলে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বাহির থেকে টিকা আনলে মূল্য অনেক বেশি পড়ে যেতো, যা প্রতি ডোজের দাম পড়ে ছয়-আট টাকা। কিন্তু তাঁদের উৎপাদিত প্রতি ডোজ টিকার দাম পড়বে সাড়ে পাঁচ টাকা। এতে খরচ কম হবে খামারিদের। প্রতিবছর তাঁদের কারখানায় ১৫ কোটি টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। এফএনএফ ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মখলেছুল ইসলাম বলেন, ঝিনাইদহ অবস্থিত ফ্যাক্টরি থেকে মুরগীর জন্য বার্ড ফ্লু টিকা তৈরী করতে পেরেছি। আমরাই প্রথম বাংলাদেশি আইসুলেট বা স্থানীয়ভাবে পৃথকীকৃত ভাইরাস থেকে টিকা তৈরী করতে পেরেছি এবং এই টিকার কার্যকারিতা ৯৪% এটা পরীক্ষিত। বর্তমানে ফ্যাক্টারিতে ১২ থেকে ১৫ কোটি ডোজ টিকা উৎপাদনের সক্ষামতা আছে। ভবিস্যতে এর প্রয়োজন হয় এই প্রডাশন ক্ষমতা বাড়াতে পারবো। এটা একটি আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া। উল্লেখ্য, ২০০০ সালে ঝিনাইদহের রাউতাইল এলাকায় এফএনএফের কারখানা প্রতিষ্ঠিত হয়। ২০০১ সাল  থেকে তারা উৎপাদনে যায়। বিশেষ করে তারা প্রাণীর স্বাস্থ্য নিয়ে কাজ করেন। বার্ড ফ্লুর টিকা ২০১৭ সালে তৈরিতে সক্ষম হয়। এরপর এই টিকা উৎপাদনে কতটুকু সক্ষমতা রয়েছে, তা দেখতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক  মেজর জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গত ১৭ ডিসেম্বর ঝিনাইদহে আসে। তাঁরা কারখানা পরিদর্শন করেন এবং বার্ড ফ্লু রোগের টিকা উৎপাদনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকায় উৎপাদন এবং বাজারজাত করার অনুমতি দেন। গত ৫ মে কোম্পানিটি এই টিকা উৎপাদনে অনুমোদন পেয়েছেন। এরপর থেকে তাঁরা উৎপাদন শুরু করেন। গত সপ্তাহ থেকে বাজারজাত শুরু করেছেন। প্রায় এক কোটি টিকা বাজারে ছাড়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আনন্দ কুমার অধিকারী জানান, ইতিপূর্বে বাংলাদেশে বার্ড ফ্লু টিকা আমদানি করতে হতো। আমদানী নির্ভর ছিলো। কিন্তু বাংলাদেশে এই প্রথম এফএনএফ ফার্মাসিটিক্যালস কোম্পানি বার্ড ফ্লু টিকা তৈরী করছে। এটা আমাদের দেশে পোল্টি শিল্পের জন্য ইতি বাচক। এই টিকা দেশে উৎপাদন হওয়ায় খামারিদের জন্য সস্তা এবং সহজলভ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640