কাগজ প্রতিবেদক ॥ সার বোঝাই ট্রাক দুর্ঘটনায় সরকারি বাসভবনের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর ছেলে জুনায়েদ আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় গতকাল দুপুর একটার দিকে কুষ্টিয়ার মোহিনী মিল এর স্যার গোডাউন থেকে সরকারি স্যার নিয়ে দৌলতপুর বাইজিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরণে আরো জানা যায় ট্রাকটি অবৈধভাবে ১৫ টনের স্থলে ২০ টন সার বোঝাইকরে দ্রুত গতিতে চালিয়ে যাবার সময় এডিসি জেনারেলের বাসভবনের প্রাচীরে প্রচন্ড আকােেরা ধাক্কা খায় প্রাচীর ও গেট ভেঙে দিয়ে ট্রাকটি উল্টে উল্টে যায় জেনারেল এয়ার আড়াই বছরের পুত্র সন্তান জুনায়েদ আহত হয়। এলাকাবাসী জানায় প্রতিদিন শতশত সার বোঝাই ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে। ট্রাকটি খাজানগরের আওয়ামী লীগ নেতা মফিজুলের বলে জানা যায় মিলপাড়া ফাঁড়ি পুলিশ ট্রাকটি আটক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ঘটনাস্থল তদন্তে আসেন। এলাকাবাসী বাফার অফিসটি মিলপাড়া থেকে সরিয়ে অন্য কোথায় নিয়ে যাবার দাবি করেছেন
Leave a Reply