আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা গেছে, আলমডাঙ্গায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জন সচেতনতা সৃস্টির লক্ষে প্রশাসন নানা চেস্টা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য বিধি মেনে চলতে গতকাল দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে আলমডাঙ্গা রেল ষ্টেশনের আলাউদ্দিন মিষ্টান্ন ভান্ডারের মালিক আলাউদ্দিনকে ৭ শ টাকা, পশুহাট এলাকার ইকরামুল অটো হাউজের মালিক নোয়াজেশকে ১ হাজার টাকা, বিকাশ ষ্টোরের মালিক বিকাশকে ১ হাজার ৫শ টাকা, ইবি থানার আস্তানগরের জাহিদুল হাসানকে ৫শ টাকা, সাদা ব্রিজ মোড়ের মেসার্স তোফাজ্জেল হোসেন রাইস মিল মালিক তোফাজ্জেল হোসেনকে ২ হাজার টাকা, মনিরুল স্টোরের মালিক মনিরুল ইসলামকে ৫শ টাকা, আনন্দধাম ব্রিজ মোড়ে জহুরুল নগরের সবুজ আলীকে ৫শ টাকা, পুরাতন পাঁচলিয়ার জামালকে ৫শ টাকা, আনন্দধাম নাসিং হোমের মালিক শরিফুল ইসলামকে ১ হাজার ৫ শ টাকা, গোবিন্দপুর গ্রামের সাইদুল ইসলামকে ৩শ টাকা জরিমানা করা হয়। এসময় আরমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক এমএম সেলিম, এসআই আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন
Leave a Reply