কাগজ প্রতিবেদক ॥ করোনা সংক্রমণ ঠেকাতে কুষ্টিয়ার কুমারখালীতে চলছে সাতদিনের লকডাউন। কঠোর বিধিনিষেধের মাঝেও গত ২৪ ঘণ্টায় ৫৯ টি নমুনায় ২৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছেন। যা অতীতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে উপজেলায় মোট শনাক্ত হল ৯৩৯ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুইজন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন। তিনি বলেন, চলছে সাতদিনের কঠোর লকডাউন। গত ২৪ ঘণ্টায় ৫৯ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। সেখানে ২৯ জন সংক্রমণ শনাক্ত হয়েছে। যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, নতুন মৃত্যু ২ জন সহ মোট ১৬ জন।
Leave a Reply