1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:03 am

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযান কুষ্টিয়ার সিআরপি ফ্লাওয়ার মিল মালিককে আবারও জরিমানা

  • প্রকাশিত সময় Wednesday, June 23, 2021
  • 134 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের বড় ষ্টেশন এলাকার কবি আজিজুর রহমান রোড সংলগ্ন সি,আর,পি ফ্লাওয়ার মিল মালিককে পচা গম রাখার অপরাধে আবারও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ও ৪৮ ঘন্টার ভিতরে এই পচাগম অপসারনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে  র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মাহফুজুর রহমান এবং কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যলায়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  জনাব সবুজ হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন কবি আজিজুর রহমান সড়ক সংলগ্ন মেসার্স সি,আর,পি ফ্লাওয়ার মিলে দীর্ঘ দিন যাবত পচা গম দিয়ে, আটা, ময়দা, সুজি  তৈরী করে আসছে এমন সংবাদের ভিত্তিতে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর  ২০০৯ এর ৪৩, ৫২ ও ৫৩ ধারার অপরাধ মোতাবেক মিলের মালিক সৌরভ পাল (৩২), পিতা-চিত্তনঞ্জন পাল, সাং-আজিজুর রহমান সড়ক, রাজারহাট, থানা-সদর,জেলা-কুষ্টিয়া’কে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪৮ ঘন্টার ভিতরে পচা গম অপসারনের নির্দেশ দেওয়া হয়। যার মোবাইল কোর্ট মামলা নং-১১০/২০২১, তারিখ ২৩-০৬-২০২১ । এ বিষয়ে কুষ্টিয়া র?্যাব-১২ সিপিসি-১ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মাহফুজ বলেন, আমরা সোর্স মাধ্যমে জানতে পারি এখানে পচা গম দিয়ে আটা,সুজি,ময়দা প্রস্তুুত চলছে। এর পরিপেক্ষিতে আমরা মিলটিতে অভিযান পরিচালনা করে সত্যতা পাই। সত্যতা পেয়ে মিল মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ৪৮ ঘন্টার মধ্যে এই পচা গম মিল থেকে অপসারন করার নির্দেশ দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় খাদ্যে ভেজালের সন্ধান মিললেই আইনগত ব্যাবস্থাগ্রহন অব্যাহত থাকবে। এর আগে একই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার আইনে ওই মালিককে জরিমানা করা হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640