1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:21 am

লকডাউনের পথে কুমারখালী, সপ্তাহে সেঞ্চুরি ছাড়ালো সংক্রমণ

  • প্রকাশিত সময় Sunday, June 20, 2021
  • 196 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেও কুষ্টিয়ার কুমারখালীতে হু হু করে বাড়ছে সংক্রমণ। গত এক সপ্তাহে ১০৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন তিনজন। কিন্তু চলমান পরিস্থিতিতেও মানুষের মাঝে করোনা ভীতি নেই, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা পালনেও উদাসীনতা বেড়েছে সর্বসাধারণের। এমন পরিস্থিততে করোনার মহামারি ঠেকাতে উপজেলা ব্যাপী লকডাউনের চিন্তা করছেন প্রতিরোধ কমিটি। রোববার দুপুরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরুী সভা অনুষ্ঠিত হয়। জুম মিটিং এ অনুষ্ঠিত সভায় বক্তারা সপ্তাহখানেক লকডাউনের প্রস্তাব তোলেন। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, থানার ওসি কামরুজ্জামান তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ। সভায় করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন বলেন, উপজেলায় সংক্রমণ বেড়েই চলেছে। গত এক সপ্তাহে ১০৪ জনের শনাক্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে কমপক্ষে দুই সপ্তাহের লকডাউন বা কারফিউ জারি করা জরুরী। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, সামনে কুরবানীর ঈদ। পশু বেঁচাকেনার বিষয় আছে। যেহারে করোনা বাড়ছে তাতে এখনই লকডাউন দিতে হবে। নয়লে কুরবানীর হাটে মহামারি হবে। তিনি আরো বলেন, কাঁচাবাজার ও মুদি দোকানের জন্য দিতে দুই – তিন ঘণ্টার সময় বেঁধে দিতে হবে। ফার্মেসী চলবে। বাকী সব সাত দিনের জন্য লকডাউন ঘোষণা দিতে হবে। লকডাউন ছাড়া বাঁচার উপায় নেই। পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন বলেন, দুইদিন কেনাকাটার সুযোগ দিয়ে সাতদিনের জন্য কঠোর লকডাউন দিতে হবে। ফার্মেসী ছাড়া কিছুই খোলা যাবেনা। বণিক সমিতির সাধারণ সম্পাদক কে এম আর টমে বলেন, ঈদকে সামনে রেখে এখনই লকডাউন দরকার। সভার সমাপনী বক্তব্যে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, আজ ফলপ্রসুত আলোচনা হয়েছে। বক্তারা চলমান পরিস্থিতি মোকাবেলায় সাতদিনের কঠোর লকডাউনের প্রস্তাব দিয়েছেন। আমি সবার মতামত গুলো নোট করেছি। জেলা করোনা প্রতিরোধ কমিটিকে জানানো হবে। সিদ্ধান্ত পেলেই কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640