কাগজ প্রতিবদেক ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেছেন, আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। জেলা প্রশাসক বলেন একসঙ্গে এত মানুষকে বিনামূল্যে বাড়ি-ঘর দেওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। বিভিন্ন দেশে ভূমিহীন, গৃহহীনদের ঘর-বাড়ি নির্মাণের জন্য সুদবিহীন ঋণ দেওয়ার নজির থাকলেও ভূমিহীন-গৃহহীনদের ডেকে এনে বিনামূল্যে তাদের বাড়ি-ঘর দেওয়ার নজির আর নেই। গতকাল রোববার সকালে কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে কুষ্টিয়ায় ২০ পরিবারকে দুই শতক জমির মালিকানা দলিলসহ সেমিপাকা ঘর ও ঘরের চাবী উপহার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের মানুষের ৫টি মৌলিক চাহিদা পুরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি ভূমিহীন,গৃহহীন ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষকে এভাবে ঘর দেওয়াকে “অর্ন্তভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল” মন্তব্য করে তিনি বলেন, বিশ্বে এটা নতুন মডেল, আগে কখনো কেউ এটা ভাবেনি। ঘর ও ঘরের চাবী উপহার বিতরনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাধন কুমার বিশ^াস, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া জজ কোর্টের জিপি এ্যাড.আ.স.ম.আখতারুজ্জামান মাসুম, বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের আহবাক আনিসুজ্জামান ডাবুল সহ জেলার প্রিন্ট ও ইলেকাট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, ও কুষ্টিয়া সদর উপজেলার উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তব্য রাখেন বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মমিন মন্ডল। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন পাখিরন নেছা। প্রধান অতিথি আরো বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের আলোকে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কুষ্টিয়াতেও কার্যক্রম অব্যাহত থাকবে। কুষ্টিয়ার ৬টি উপজেলায় প্রায় ২শত পরিবারের মধ্যে ইতোপূর্বে জমি এবং গৃহ প্রদান করা হয়েছে। তিনি বলেন, আশ্রয়ণে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছে। এতে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। জমির মালিকানা দলিলসহ সেমিপাকা ঘর ও ঘরের চাবী উপহার বিতরনী অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।
Leave a Reply