1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:01 am

কুষ্টিয়ায় ১৬৫ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছেন জমিসহ ঘর ॥ মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে নাঃ মোহাম্মদ সাইদুল ইসলাম

  • প্রকাশিত সময় Friday, June 18, 2021
  • 123 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল শুক্রবার সকালে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। জেলা প্রশাসক জানান, আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে কুষ্টিয়ার ১৬৫ টি গৃহসহ সমগ্র দেশে ৫৩ হাজার ৩ শত ৪০ টি গৃহহীন পরিবারের অনুকুলে গৃহের জমির দলিল ও ঘরের চাবী হস্তান্তর করবেন। বর্তমান বিশ্বে এটি একটি নজির বিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের জানান। তিনি বলেন, জমি আছে ঘর নেই আবারও জমিও নেই ঘরও নেই এমন দুটি প্রকল্প মুজিববর্ষের উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য কাজ করে চলেছেন। কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহীন থাকবে না। তিনি বলেন, মুজিবর্ষে কুষ্টিয়াসহ সারাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এ প্রকল্পে কুষ্টিয়া জেলায় ৫৩ জনকে প্রথম পর্যায়ে ঘরের চাবি, কবুয়াত দলিল বুঝিয়ে দেয়া হবে।  জেলা প্রশাসকের সভাকক্ষে প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, এনডিসি সিরাজুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস, সদর পিআইও সাইদুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ও গণমাধ্যম কর্মিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640