আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা করোনা সংক্রান্ত টাক্স ফোর্স কমিটির জরুরি সভা অনুষ্টিত।গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।তিনি বলেন,করোনা ভয়াবহ আকার ধারন করেছে,ভারতীয় ভ্যারিয়েন্ট যদি আমরা রোধ করতে না পারি তাহলে কমিউনিটিতে করোনা ছড়িয়ে পড়বে।কুষ্টিয়া সহ অনেক জেলা লকডাউন দেওয়া হয়েছে,চুয়াডাঙ্গা জেলাও হয়ত বাদ যাবে না।যদি আপনারা সচেতন না হন।সংক্রমন দ্রুত ছড়াচ্ছে,এটা রোধ করতে হবে।সরকার করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করছেছিল,কিন্ত ভ্যাকসিন না থাকায় দ্বীতিয় ডোজ দেওয়া সমস্যা হয়ে দাড়িয়েছে।আলমডাঙ্গয় ১১ হাজার ৬ শত ভ্যাকসিন পেয়েছি,যা আমরা পুষ করেছি।আরো ভ্যাকসিন আসবে। আশা করি সকলে ভ্যাকসিন নেবেন।সভায় করোনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।ভ্যাকসিন আমরা দেবই,যতদিন সকলকে ভ্যাকসিন দিতে না পারছি,ততোদিন মাক্সই আমাদের ভ্যাকসিন।কমিটির সদস্য সচিব ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মদ বলেন,আলমডাঙ্গায় এ পর্যন্ত মোট ৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন,বর্তমানে ২৪ জন আক্রান্ত রোগী আছে,এদের মধ্যে ৪ জন হাসপাতালে,বাকি ২০ জন হোম আইসোলেসনে আছে।সকলে মতামত প্রকাশ করেছেন স্বল্প আকারে দিনে ৩/৪ ঘন্টা দোকান পাট বন্ধ রেখে তদারকি করি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন,সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবির,উপজেলা স্বাস্থ প,প,কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মদ ,থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কাওছার আহম্মেদ বাবলু,সম্পাদক নুরুল ইসলাম নুরু। সভায় স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির।সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল বারি,শিক্ষা অফিসার আব্দুল বারি,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার,।,আরও বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু,ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম,নজরুল ইসলাম,আব্দুস সালাম বিল্পব,আবু তাহের আবু, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন,সাধারন সম্পাদক কামাল হোসেন,,মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন ,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল ,ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন,মাসুদ পারভেজ,মোস্তাফিজুর রহমান রুন্নু,নজরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান,,প্রকল্প কর্মকর্তা এনামুল হক,,সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রমুখ।সভায় থানার অফিসার ইনচার্জ সহ বক্তাগন বলেন করোনা কালিন আমরা সকলেই পরিবার পরিজন সহ সকলকে নিয়ে সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছি। ওসি আলমগীর কবির বলেন, পশুহাট যদি স্বাস্থ বিধি নামেনে চালানোর চেষ্টা করে তবে পশুহাট বন্ধ করা ছাড়া পথ থাকবে না,আমরা প্রতিদিন বাজার মনিটরিং করব।তবে আপনাদের সকল ব্যাবসা প্রতিষ্টান সহপথচারি,বাসস্ট্যান্ড,বাজারে সবাইকে মাস্ক ব্যাবহার করতে অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply