কাগজ প্রতিবেদক ॥ “মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে গতকাল সকালে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নেতৃত্বে পুলিশ লাইন্স, কুষ্টিয়া হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট, বঙ্গবন্ধু ভাস্কর্য চত্ত্বর, থানা মোড়, সিঙ্গার মোড় প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেটে সমাপ্ত হয়। কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় গণসচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরন কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে পথ শিশু, রিক্সা চালক, অটোবাইক চালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবি মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরনসহ কোভিড-১৯ এর বিরুপ প্রভাব সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত র্যালীতে আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানাসহ জেলা পুলিশের ডিবি, ডিএসবি, রিজার্ভ অফিস, পুলিশ লাইন্সের এসএএফ সদস্য, নারী পুলিশ, জেলা পুলিশের ব্যান্ড পার্টির পুলিশ সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। গত সপ্তাহে কোভিড-১৯ সংক্রান্তে কুষ্টিয়া জেলায় সর্বমোট ১৫৭১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪২ জনের পজেটিভ রিপোর্ট আসে এবং ৯ জন মৃত্যু বরণ করেন। আশঙ্কাজনক হারে কুষ্টিয়াতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ প্রতিরোধে শহরের নিম্ন বর্ণিত স্থানে চেকপোস্ট ডিউটি বসানো হয়েছেঃ ১) বারখাদা ত্রিমোহনী মোড় ২) বটতৈল মোড় ৩) লাহিনী বটতৈল মোড় ৪) মোল্লাতেঘরিয়া মোড় ৫) মিলপাড়া রেলক্রসিং ৬) হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর উত্তর প্রান্ত ৭) জগতি রেল বাজার চেকপোস্ট। উল্লেখ্য, করোনা কালে সাময়িক সময়ের জন্য উল্লেক্ষিত চেকপোস্ট ডিউটি গুলো থ্রি হুইলারসহ সকল যানবাহন শহরে প্রবেশের বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিত করতে কাজ করবে। পুলিশ সুপার মহোদয় কুষ্টিয়া শহরে চলমান এই বিধিনিষেধ মান্য করে পুলিশকে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন। “হাত ধুই-মাস্ক পরি, স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা থেকে দুরে থাকি”
Leave a Reply