কাগজ প্রতিবেদক ॥ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। গতকাল সকালে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রথম ডোজ গ্রহনকারী প্রায় ২ শতাধিক নারী-পুরুষ এ ডোজ গ্রহন করেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা সোনিয়া কাউকাবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তিনি বলেন, আমাদের এই মহামারি থেকে অন্তত বেঁচে থাকার জন্য সকলকে পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিন গ্রহনের বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে করোনা মোকাবেলায় আন্তজার্তিকভাবে অনেক প্রশংসিত হয়েছে। এই মহামারিতে এখনও অনেক দেশ এমন ভাবে ভ্যাকসিন নেয়ার সুযোগ পায়নি সেখানে আমাদের দেশে সরকারী ভাবে বিনামুল্যে করোনা ভ্যাকসিন গ্রহনের সুযোগ আসলেই আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। এই ভ্যাকসিন নিয়েও অনেকে অনেক রাজনীতি, অনেক হিনমনতার পরিচয় দিচ্ছেন। এটা ঠিক নয়। কেননা এখন অসুস্থ্য বিপদ গ্রস্থ্য মানুষকে সাহার্য্য করাটাই একজন মানুষের নৈতিক দায়িত্ব সেখানে এ বিএনপিসহ অনেক রাজনৈতিক দল ভ্যাকসিন, লকডাউন নিয়ে অনেক বিরুপ মন্তব্য করছেন এটা ঠিক না। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনসহ উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়ন থেকে আগত মহিলা, পুরুষ সকাল থেকে অডিটোরিয়ামের ভেতরে স্থাপিত দুরুত্ব বজায় রেখে নারী-পুরুষের জন্য পৃথক ভাবে করোনা ভ্যাকসিন গ্রহনের কর্ণারে ভ্যাকসিন গ্রহন করতে দেখা যায়। আলোচনা সভা শেষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রথমে ভাকসিন গ্রহন করে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ডোজ গ্রহনের উদ্ধোধন করেন। টিকা গ্রহন পরিচালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ডাঃ সেলিনা আখতার, এসএসিএমও শামীম হোসেন, সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী প্রমুখ।
Leave a Reply