কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশের করোনা মোকাবেলা পদ্ধতি জাতি সংঘসহ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সেই করোনা সক্রমন রোধে দেশব্যাপী লকডাউন নিয়ে যারা মন্তব্য করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। মেহেরপুর মুজিব নগর দিবসে শ্রদ্ধা জানানো শেষে ‘হেফাজতের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে লকডাউন দেয়া হয়েছে’। বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে গতকাল দুপুরে কুষ্টিয়ায় তাঁর নিজ বাড়ীতে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। লকডাউন নিয়ে বিএনপির বিরুপ মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেধা, প্রজ্ঞা দিয়ে করোনা মোকাবেলা করছেন। কোন একক সিন্ধান্তে নয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েই এই লকডাউন দেয়া হয়েছে। এটা নিয়েও বিএনপি মিথ্যাচার করছে। অপর এক প্রশ্নের জাবাবে হানিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর আগমনকে কেন্দ্র করে পুর্ব পরিকল্পিত ভাবে ব্রাম্মনবাড়িয়ার ভুমি অফিসসহ সব জায়গায় যে ধ্বংস যজ্ঞ চালানো হয়েছিল, তাদের মদদ দিয়েছিল বিএনপি-জামায়াত, এটা আজ প্রমাণিত। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা পিআইও সাইদুর রহমানসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply