1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 4:19 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধে কমিউনিটি সাপোর্ট টিম’র কার্যক্রমের অবহিতকরণ বিষয়ক সভা  ॥ কোভিড প্রতিরোধে সকলে এগিয়ে না আসলে লাশ টানার লোক পাওয়া যাবে নাঃ আতাউর রহমান আতা

  • প্রকাশিত সময় Monday, April 12, 2021
  • 208 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ গ্রাম ও শহর পর্যায়ে করোনা প্রতিরোধে কমিউনিটি সাপোর্ট টিম’র কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল সকালে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোনিয়া কাউকাবি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, আজকের এই অরিয়েন্টশনে কমিউনিটি সাপোর্ট টিমের যে সকল কার্যক্রমের উপর আলোচনা, উপস্থাপনা করা হয়েছে। তা আমরা দলীয় ভাবে গত এক বছর আগে থেকেই করে আসছি। তিনি বলেন, সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির সার্বিক তত্বাবধানে গত মার্চে যখন দেশে করোনার সক্রমন শুরু হয় তখন দেশের কয়েকটি জেলার সাথে কুষ্টিয়ায় তিনি পিসিআর ল্যাব স্থাপন, হাসপাতালে আইসিও বেড স্থাপন, ভেন্টিলেশনের অক্সিজেন সিলিন্ডার স্থাপন এবং বাড়ীতে আইসোলেশনে থাকা লকডাউনের মধ্যে ত্রাণ সহায়তা, খাদ্য সামগ্রী, ওষুধ এমনকি মৃত ব্যক্তির দাফন পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক টিম করেছে। তিনি বলেন, এখন আমাদের অনেক কিছু সয়ে গেছে। তবে আমরা প্রস্তুুত আছি এবারও। আমাদের নেতা মাহবুবউল আলম হানিফ এমপির কঠোর নিদের্শনা রয়েছে করোনা প্রতিরোধ নিয়ে কোন প্রকার অবহেলা, অনিয়ম হলে তাকে ছাড় দেয়া হবে না। তিনি অর্থযোগানকারী সহযোগী প্রতিষ্ঠান সিমান্তিক, ্ইউএইচআইডি, সেভ দ্যা চিলড্রেন এবং তদারকি প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার এখানে সাপোর্ট টিমের যে সকল কার্যক্রম উপস্থাপন করেছেন তার জন্য একটি ব্যয় রয়েছে সেটি কোথা থেকে, কিভাবে এবং কার মাধ্যমে ব্যয় হবে সে সব বিষয়ে পরিস্কার করবেন আমাদের কাছে। তবেই আমাদের সহযোগীতা আপনারা পাবেন। তিনি বলেন, কেননা কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ’র রুপ কিন্তু আগের মত নয়। করোনা মোকাবেলায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আর সমন্বিত কার্যক্রমের ভিত্তিতে করোনা মোকাবেলা না করা হলে লাশ টানার লোক খুঁজে পাওয়া যাবে না। পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এ কার্যক্রমের সব ধরণের সহযোগীতার আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস বলেন, এখানে উপস্থাপিত কমিউনিটি সাপোর্ট টিমে যারা থাকবে তাদের অবশ্যই মোবাইল নম্বর, নাম, ঠিকানা থাকতে হবে। সেই সাথে এ কার্যক্রম পরিচালনার জন্য কত টাকা, কোথা থেকে আসবে সে সব বিষয় পরিস্কার করতে হবে। তবেই আপনাদের কার্যক্রম সফল হবে কুষ্টিয়া সদর উপজেলা কোভিড-১৯ নিয়ন্ত্রণে আসবে। অপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মিজানুল হক ও জেলা সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম। এর আগে সিমান্তিকের আব্দুর রাজ্জাক মাল্টিমিডিয়া স্ক্রিনে এ কার্যক্রমের পটভুমি, নীতি, প্রস্তুুতি, লক্ষ্য এবং কমিউনিটি সাপোর্ট টিম গঠনের পদ্ধতি এবং তা বাস্তবায়নের বিভিন্ন বিষয়ের স্লাইড শো উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর, ইউনিয়ন পরিষদের সচিব, এনজিও কর্মি, সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এ সব কার্যক্রমের সঠিক পরিচালন বিষয়ে জেলা কোভিড-১৯ সমন্বয়কারী জামাল উদ্দিন সভায় উপস্থিত সকলকে অবহিত করেন। তবে প্রধান অতিথি, বিশেষ অতিথির অর্থের জোগান, ব্যয়ের পদ্ধতির বিষয়ে তিনি তেমন কোন বক্তব্য রাখেননি। ওরিয়েন্টশনটি পরিচালনায় সার্বিক সহযোগীতায় ছিলেন সিমানথিকের ফিল্ড কো অর্ডিনেটর মনিরুজ্জামান, ডাঃ পরিমল, সিমানথিকের এফএসও মমতা পারভিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640