ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে রিনা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিনা বেগম সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের যাদুরিয়া গ্রামের নায়েব আলী মন্ডলের স্ত্রী। ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কয়েকদিন যাবত রিনা বেগম করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। গত ৫ এপ্রিল বেশি অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন তার করোনার নমুনা নিয়ে পরীক্ষা করা হলে পরদিন তার ফলাফল পজেটিভ আসে। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক আব্দুল হামিদ খান জানান, রিনা বেগমের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে জানাযা শেষে যাদুরিয়া গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply