কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় করোনা সক্রমনে মৃত্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাথে আক্রান্তও। গত চব্বিশ ঘন্টায় কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন দুই জনের মৃত্ব্য হয়েছে। এ নিয়ে জেলায় ৯৪ জন নারী ও পুরুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্ব্যবরণ করলেন। নিহত ওই দুই ব্যক্তি হচ্ছেন কুষ্টিয়া সদর উপজেলার আইলচারার বাসিন্দা সাইদুল ইসলাম (৬২) এবং অপরজন ইবি থানার মধুপুর গ্রামের রাশিদুল ইসলাম (৪৮)।
কুষ্টিয়া করোনা হট লাইনে নিয়োজিত নির্বাহী ম্যজিষ্ট্রেট আহমেদ সাদাত জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে মোট ২৭৯টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১১৭টি, ঝিনাইদহ জেলার ০৯টি, মেহরপুর জেলার ২৬টি, চুয়াডাঙ্গা জেলার ৩৩ টিএবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৯৪টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩৯টি, চুয়াডাঙ্গা জেলার ০৩ টি, ঝিনাইদহ জেলার ০৩টি, মেহেরপুর জেলার ০৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৪ স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে। কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ৩৯ জন ব্যক্তির মধ্যে ৩৩ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০১ জন মিরপুর উপজেলার, ০২ জন ভেড়ামারা উপজেলার এবং ০৩ জন খোকসা উপজেলার রয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৩ জন ব্যক্তির ঠিকানা। এর মধ্যে ৯ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ০২ কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোসালা রোডে ২ জন, হাউজিং ২ জন, পুর্ব মজমপুরে ২ জন, বড় বাজারে ২ জন, ১ জন কমলাপুরে, ৩ জন থানাপাড়ায়, আদর্শপাড়ায় ১ জন, ২ জন জুগিয়ায়, ২ জন আড়–য়াপাড়ায়, কুষ্টিয়া মেডিকেল কলেজে ১ জন বাড়ীতে হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া মিরপুর উপজেলায় ১ জন, ভেড়ামারায় ২ জন, খোকসায় ৩ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩৫২ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৯৬৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৪ জন।
Leave a Reply