কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া কেন্দ্রীয় বিদ্যুত উপ-কেন্দ্র বটতৈলে জরুরী মেরামত ও সংরক্ষের কাজের জন্য আজ সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিন ঘন্টা কুষ্টিয়ায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। কুষ্টিয় ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী প্রনব কুমার দেবনাথ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ্য করেছেন, কুষ্টিয়ার আওতাধীন এলাকাসমুহের সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বটতৈল ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবারে জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ শুক্রবার সকাল ৭.০০ টা হতে বেলা ১১.০০ টা পর্যন্ত সকল এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের এই সাময়িক অসুবিধার জন্য ওজোপাডিকোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন।
Leave a Reply