1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 11:50 am

লকডাউন’র তৃতীয় দিনে গণপরিবহণ চালু

  • প্রকাশিত সময় Wednesday, April 7, 2021
  • 142 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলমান কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীসহ সিটি করপোরেশনগুলোয় তীব্র যাত্রী সংকটে ভুগেছে গণপরিবহণগুলো। একেবারেই যাত্রী কম থাকায় পরিবহণগুলো যত্রতত্র থামিয়ে রেখেছে। এতে যাত্রীদের গন্তব্যে যেতে অনেক বিলম্ব হয়েছে। ফলে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেছে খুবই কম। তবে ঢাকার বাইরে অনেক সিটিতে অতিরিক্ত যাত্রী বহনের পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে আসনের অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছে। অনেক জেলায় চলেছে আন্তঃজেলা বাস।
এদিকে আজ থেকে গণপরিবহণ চালুর তালিকায় যুক্ত হচ্ছে উবার রাইড শেয়ারিং (মোটরবাইক বাদে) সেবা।
গত সোমবার থেকে সারা দেশে মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। সোম ও মঙ্গলবার এই দুদিন গণপরিবহণ বন্ধ থাকায় কর্মস্থলে যাতায়াতে কর্মজীবীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে সরকার বুধবার থেকে ঢাকাসহ ১২টি সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহণ চলাচলের অনুমতি দেয়। এগুলো হচ্ছে : ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ সিটি করপোরেশন।
বুধবার দেশের সিটি করপোরেশনগুলোয় সকাল-সন্ধ্যা গণপরিবহণ চালুর পর যাত্রী সংকটের মুখে পড়ে গণপরিবহণগুলো। ভোরের দিকে ৪-৫ জন যাত্রী নিয়ে বাস চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে যাত্রীর সংখ্যা কিছুটা বাড়লেও সেটা ছিল খুবই নগণ্য। ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনের সুযোগ থাকলেও ছিল তারচেয়ে অনেক কম। এভাবে গণপরিবহণ চলাচল করলে খরচের টাকাও উঠবে না বলে জানিয়েছেন পরিবহণ শ্রমিকরা।
সংশ্লিষ্টরা জানান, সরকারি-বেসরকারি অফিস চলছে অর্ধেক জনবল দিয়ে। মার্কেট ও শপিংমলগুলো বন্ধ থাকায় মানুষের চলাচল অনেক কমে গেছে। এ ছাড়া দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় ঢাকার বাইরে মানুষের আসা-যাওয়াও নেই। ফলে গণপরিবহণগুলো যাত্রী সংকটে পড়েছে। এদিকে সরকারের কঠোর বিধিনিষেধের টানা তৃতীয় দিনের মতো শপিংমল, মার্কেট, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এ দাবিতে রাজধানীসহ সারা দেশে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন তারা। বুধবার রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটের ব্যবসায়ীদের কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া মোটরবাইক চালকরা রাইড শেয়ারিং চালুর দাবিতে ঢাকার মগবাজার, ধানমন্ডি, খিলক্ষেত, মিরপুর ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন। তারা বলেছেন, বাস চালু করে দেওয়া হয়েছে। এখন মোটরবাইক চালু করলে সমস্যা কী। যাত্রী পরিবহণ করতে না-দেওয়ায় তাদের জীবনযাপন দুরূহ হয়ে পড়ছে। এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে রাজধানীসহ দেশের সিটি করপোরেশনগুলোয় গণপরিবহণ চলাচল করেছে। ভোর থেকে ঢাকার আশপাশের এলাকা যেমন: সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এলাকায় কিছু বাস চলাচল করেছে। পুলিশ বাধা দিলে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে নগর এবং নগরগুলোর কাছাকাছি এলাকায় গণপরিবহণ চলাচলের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেটা তারা অনুমোদন করেনি। সামনে বিধিনিষেধ পরিস্থিতি আরও বাড়লে এটার সুযোগও বাড়বে বলে মনে হয় না। বুধবার পরিবহণগুলো যাত্রী সংকটে ভুগেছে। বাস পরিচালনার খরচও হয়তো ওঠেনি। সরেজমিন দেখা গেছে, পরিবহণগুলো স্বাস্থ্যবিধি মেনে যত যাত্রী নেওয়ার কথা তার চেয়ে অনেক কম যাত্রী নিয়ে চলাচল করেছে। কোনো বাসে ৭-৮ জন, কোনো বাসে ১০-১২ জন এবং কিছু বাসে একজন বা দুজন যাত্রী নিয়েও গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলতে দেখা গেছে।দুপুর ১২টায় মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে দাঁড়ায় উত্তরাগামী প্রজাপতি পরিবহণ। বছিলার ঘাটারচর থেকে ছেড়ে আসা এ পরিবহণে যাত্রী ছিল ছয়জন। কিছু সময় সেখানে যাত্রীর জন্য অপেক্ষা করেও কোনো যাত্রী না-পাওয়ায় ছেড়ে গেছে বাসটি। এ বাসের কন্ট্রাকটর শামীম হোসেন বলেন, ভাই যাত্রী নেই। সকাল থেকে কোনো বাসেই যাত্রী পাচ্ছে না। মনে হয়, চলাচলের খরচও মালিককে বহন করতে হবে।
ধানমন্ডি সাত মসজিদ রোডে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য মো. মমিন হোসেন বলেন, খুব ভোর থেকে বাস চলাচল করেছে, কিন্তু যাত্রী খুব কম। রিকশা, অটোরিকশা চলাচল করেছে স্বাভাবিক নিয়মে। তবে মোটরবাইকে যাত্রী পরিবহণে কঠোরতা আরোপ করছি। চালকের স্ত্রী, সন্তান, বাবা-মা এবং নিকটাÍীয় ছাড়া কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সরেজমিন আরও দেখা গেছে, বাস স্টপেজ, টিকিট কাউন্টারগুলো ফাঁকা। একটু পরপর বাস এলে ১-২ জন যাত্রী উঠছে। কোনো স্টপেজে কোনো যাত্রীই মিলছে না। পল্টন মোড় সংলগ্ন গ্রিন ঢাকার বাসের টিকিট কাউন্টারে বিক্রেতাকে একাই বসে থাকতে দেখা গেছে। ইহতেশাম নামের এ টিকিট বিক্রেতা বলেন, সকালের দিকে যাত্রীই ছিল না। বেলা বাড়ার সঙ্গে কিছুটা যাত্রী বেড়েছে। তবে সেটাও খুবই নগণ্য। আমরা আশা করছি আজ থেকে যাত্রী বাড়বে। তিনি আরও বলেন, যাত্রী কম হওয়ার কারণ হিসাবে আমরা মনে করছি, সরকার বিধিনিষেধ আরোপ করায় অনেকে ঢাকার বাইরে চলে গেছেন। আর শপিংমল, দোকানপাট, মার্কেট বন্ধ থাকায় বাইরে মানুষ বের হচ্ছে কম। এ ছাড়াও বিধিনিষেধের ভীতির কারণে অনেকে বাসা থেকে বের হননি। মঙ্গলবারের সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশনের ভেতর গণপরিবহণ চলাচলের কথা থাকলেও ভোর থেকে ঢাকার পার্শ্ববর্তী এলাকার গাড়ি চলাচল শুরু হয়। এ ঘটনায় কঠোর হয় পুলিশ। একটা পর্যায়ে পরিবহণ মালিকদের সঙ্গে আলোচনা করে রাজধানীর আশপাশের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া সন্ধ্যা ৬টার পর থেকে গণপরিবহণ বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। এদিকে বুধবার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে মগবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোটরবাইক রাইড শেয়ারিংয়ের সঙ্গে জড়িতরা। এ কারণে দীর্ঘ সময় এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর দেড়টার দিকে পুলিশ জনদুর্ভোগ লাঘবে লাঠিচার্জ করে তাদেরকে হটিয়ে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে পুলিশের দায়িত্ব পালনকারী সদস্যরা বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সরকার এসব বিধিনিষেধ আরোপ করেছে। এ কারণে মানুষেরই নানা ধরনের সমস্যা হচ্ছে। সার্বিক বিবেচনায় এটা তো সবাইকে মেনে নিতে হবে। গতকাল হাতিরঝিলে কথা হয় মধুবাগে বসবাসরত অটোরিকশা চালক মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, যাত্রী সংকটে রোজগার অনেক কম হয়েছে। যে টাকা আয় হয়েছে, সেটা দিয়ে খরচ চালিয়ে আর কিছুই থাকবে না। মানুষের চলাচল না-বাড়লে এ সমস্যার সমাধান হবে না। পাশে থাকা মোটরবাইকে রাইড শেয়ারিংয়ে কর্মরত মুজিবুর রহমান বলেন, ঢাকা শহরে মোটরবাইক চালকরা হচ্ছে রোহিঙ্গার মতো। সরকার বা প্রশাসনের কাছে কোনো মূল্য নেই। পরিবহণ ছেড়ে দিয়ে মোটরবাইক আটকে রেখেছে। বিধিনিষেধ উপেক্ষা করে বের হলে পুলিশ পেলেই মামলা দিচ্ছে। রাজধানীর কাঁচাবাজার, দোকানপাটে স্বাস্থ্যবিধি মেনে চলার নজির দেখা যায়নি। একইসঙ্গে বাস, রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা চালক ও যাত্রীদেরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচল করতে দেখা গেছে। নিু আয়ের মানুষ, শ্রমজীবীদের মুখে মাস্ক ছিল না। অনেকের মুখে মাস্ক থাকলেও সেটা নাকের নিচে ছিল। গত দুদিনের চেয়ে বুধবার দোকানপাট খোলা ছিল অনেক বেশি। চা, ডাব, ফল, বিক্রেতা এবং ফুটপাতের খাবারের দোকানগুলো জমজমাট ছিল। চায়ের দোকানগুলোয় সামাজিক দূরত্ব, মাস্ক না-পরে বসে থাকতে দেখা গেছে। সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, র‌্যাব, জেলা প্রশাসন ও রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অভিযান পরিচালনা করেছে। এ সময় জনগণ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচলের অপরাধে জরিমানা করতেও দেখা গেছে। এসব অভিযানে বার্তা দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে সহনীয় শাস্তি। তবে বিধিনিষেধ উপেক্ষা করতে থাকলে সামনের দিনগুলোয় জেল এবং মোটা অঙ্কের অর্থদণ্ড দেওয়া শুরু করা হবে। জানা যায়, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধের তৃতীয় দিনেও ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও র‌্যাব সদস্যদের জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। চট্টগ্রাম ব্যুরো অফিস জানায়, দেশের সব এলাকার মতো চট্টগ্রামেও বিধিনিষেধে দুদিন বন্ধ থাকার পর বুধবার থেকে চালু হয়েছে গণপরিবহণ। অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় এসব গণপরিবহণ চলাচলের কথা থাকলেও দাঁড় করিয়েও যাত্রী নিতে দেখা হচ্ছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকে নগরীতে খোলা ছিল অধিকাংশ খাবারের দোকানসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান। এমনকি নগরী ও জেলার কোথাও কোথাও খুচরা কাপড়ের দোকানও খোলা রাখতে দেখা গেছে।
এদিকে নগরীর বড় মার্কেটগুলো বন্ধ ছিল। তবে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মার্কেটগুলো খুলে দেওয়ার দাবিতে প্রতিটি মার্কেটের গেটে ঝুলছে ব্যানার-ফেস্টুন। এদিকে গণপরিবহণ চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে নগরবাসী। গত দুদিন অফিস খোলা থাকলেও গণপরিবহণ বন্ধ থাকায় কর্মস্থলমুখী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। গণপরিবহণ না-পেয়ে রিকশা কিংবা হেঁটে কর্মস্থলে যেতে হয়। বুধবারও নগরীর বিভিন্ন স্থানে লোকজনকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও বিআরটিএ-র ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে তারা ১৭ হাজার ৫৫০ টাকা জরিমানার পাশাপাশি ১৯টি মামলা দায়ের করে। এদিকে সিলেট ব্যুরো অফিস জানায়, বুধবার সিলেটে বিধিনিষেধ ভেঙে আঞ্চলিক সড়কে বাস চলাচল করেছে। সকাল থেকে সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার সড়কে এসব বাস চলাচল করে। স্বাস্থ্যবিধি না-মেনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহণ করছে বাসগুলো। এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। তবে পরিবহণ শ্রমিক নেতারা বলছেন, প্রশাসন বাধা না-দেওয়ায় মালিক-চালকরা নিজের দায়িত্বে জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে স্বল্প সংখ্যক বাস চালিয়েছেন। সিটি করপোরেশন এলাকায় গণপরিবহণ চলাচলের অনুমতিকে পুঁজি করে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জকিগঞ্জ ও বিয়ানীবাজারের উদ্দেশে বাস চলাচল শুরু করে।
রাজশাহী ব্যুরো অফিস জানায়, রাজশাহীতে কোনো গণপরিবহণ না-থাকায় অটোরিকশা চলাচল বেড়েছে। বুধবার সকাল থেকে পূর্ণ যাত্রী নিয়ে আন্তঃ উপজেলা রুটগুলোয় বাস চলাচল শুরু হয়েছে। যদিও সীমিত সংখ্যক যাত্রী নিয়ে বাসগুলো চলাচলের কথা। অন্যদিকে মালবাহী যানবাহন চলাচল ও নগরীর মধ্যে সব ধরনের যানবাহন স্বাভাবিক গতিতেই চলেছে।
বিধিনিষেধ কার্যকর না-হওয়া প্রসঙ্গে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, নিয়মিত মাস্ক না-পরা, স্বাস্থ্যবিধি না-মানা, বড় পরিসরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদেশ প্রত্যাগত মানুষের হোম কোয়ারেন্টিন নিশ্চিত না-হওয়ায় এ বিভাগে করোনার সংক্রমণ বাড়ছে। অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640