কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার সদর থানাধীন মোল্লা ত্যাঘরিয়া ক্যানালপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি),জেলা কার্যালয়,কুষ্টিয়া কতৃক ০ ২/০৪/২০২১ তারিখে পরির্দশক মাহবুবা জেসমিন এর নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে ০৪ কেজি গাজা সহ ( আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা) মোছাঃ শিউলিয়ারা (৩২) পিতা-মো ইসমাইল,স্বামী-মোঃ তাজু মোল্লা, সাং- মোল্লা তেঘরিয়া ক্যানালপাড়া,থানা– কুষ্টিয়া, জেলা- কুষ্টিয়া নামীয় আসামীকে নিজ বসতবাড়ি হতে আটক করা হয় এবং অপর আসামী মোঃ তাজু মোল্লা (৩৮)(পলাতক),পিতা- মৃত ঠিকানা মোল্লা , সাং- চন্ডিপুর ক্যানালাপাড়া থানা-ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া। খোঁজ নিয়ে দেখা গেছে স্বামী-স্ত্রী যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। মাদক দ্রব্য আইন- ২০১৮ এর ধারা ৯এর(১) এর (ঘ) লঙ্ঘন করায় ইহা একটি শাস্তিযোগ্য অপরাধ।পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় উভয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
Leave a Reply