খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় দিলীপ ট্রেডার্স নামে একটি কারখানায় ভেজাল গুড় তৈরির অভিযোগে কারখানাটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার দুপুরে খোকসা উপজেলার ডাক বাংলো রোড় এলাকায় ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রাজু কমার বিশ্বাস(৪৫)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দিলীপ বিশ্বাস (৪৭)কে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কমিশনার ইসাহাক আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন,এ চক্রটি দীর্ঘদিন ধরে পঁচা গুড়, ফিটকিরি, চিনি, রঙ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছিল। বিষয়টি জানতে পেড়ে কারখানাটি সিলগালা করা হয়েছে। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply